প্রথম টেষ্ট-টেন্ডুলকারের 'সেঞ্চুরি' পাওয়া কঠিন করে তুলব-ঘোষণা ড্যারেন সামির

মি জানি টেন্ডুলকার ব্যক্তিগত একটা মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন। কিন্তু আমরা সেটা নিয়ে ভাবছি না। আমাদের টার্গেট ভালো ক্রিকেট খেলা। এ পরিকল্পনা অনুযায়ীই খেলতে হবে আমাদের'_মন্তব্য ওয়েস্ট ইন্ডিয়ান পেসার রবি রামপালের।ভারত-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও একই কথা, 'অবশ্যই এ মাইলফলকটা স্পর্শ করবেন শচীন, সেটা এ ম্যাচেই হোক বা অন্য কোনো ম্যাচে। সেঞ্চুরিটা আগে তাঁকে পেতে দিন, তারপর না হয় আমরা এ নিয়ে কথা বলব। আপাতত আমরা কেবল ভাবছি এ সিরিজের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হচ্ছে তা নিয়ে।'


তা দুই দল যতই বলুক তাদের ভাবনায় নেই, বোঝাই যাচ্ছে আজ থেকে দিলি্লর ফিরোজ শাহ কোটলা মাঠে শুরু হতে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের আগে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে টেন্ডুলকারের সম্ভাব্য সেঞ্চুরি। শুধু এ ম্যাচের জন্যই তো নয়, গত বিশ্বকাপে লিটল জিনিয়াসের ক্যারিয়ারের ৯৯তম সেঞ্চুরির পর থেকে যখনই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন টেন্ডুলকার তার আগে সব ছাপিয়ে আলোচনায় চলে আসছে তাঁর সম্ভাব্য সেঞ্চুরি। বিশ্বকাপের পরের ম্যাচগুলোয় ছিল, ছিল ভারতের বিস্মরণযোগ্য ইংল্যান্ড সফরেও। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আর ইংল্যান্ডে ওভাল টেস্টে দুবার কাছাকাছিও গিয়েছিলেন। কিন্তু অপেক্ষাটা শেষ হয়নি। হয়নি বলেই থামছে না আলোচনাটাও!
বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে ধোনিও নিশ্চয়ই বিরক্ত। বিরক্তিটা লুকাননি তিনি, 'অবশ্যই সে (টেন্ডুলকার) যখন সেঞ্চুরিটা পাবে, তার সঙ্গে আমরাও সেটা উদ্যাপন করব। আশা করি এখানেই সে এটা পাবে আর তার পরই আমরা এটা নিয়ে কথা বলব।'
কথা বলার মতো কত বিষয়ই তো আছে! এই যেমন, এ ম্যাচ খেলতে ভারত নামছে একেবারেই অনভিজ্ঞ একটা বোলিং লাইন-আপ নিয়ে। জহির খানের ইনজুরি আর হরভজন সিংয়ের ফর্মহীনতা পরিস্থিতিটাকে এমন করে তুলেছে যে এ ম্যাচের আগে ভারতের স্কোয়াডে থাকা স্পেশালিস্ট বোলারদের মধ্যে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে মাত্র দুজনের_পেসার ঈশান্ত শর্মা আর বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ধোনি অবশ্য তার পরও আশাবাদী, 'আমাদের নতুন বোলারদের মধ্যে কেউ কেউ তো ওয়ানডে খেলেছে। আশা করছি অন্তত দুজনের অভিষেক হবে এ ম্যাচে।' সেই দুজন হতে পারেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর ফাস্ট বোলার উমেশ যাদব। আরেক ফাস্ট বোলার বরুণ অ্যারনকে সম্ভবত থাকতে হবে অপেক্ষাতেই। সে তুলনায় প্রতিপক্ষের বোলিং যথেষ্ট ভালো, মানছেন ভারত-অধিনায়কও, 'ওদের বেশ কয়েকজন ভালো ফাস্ট বোলার আছে আর লেগস্পিনার হওয়ায় দেবেন্দ্র বিশুও বেশ বাউন্স পায়। দলটাকে আমরা মোটেই হালকাভাবে নিচ্ছি না। আশা করছি এ সিরিজে ভালোই লড়াই হবে।'
ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসনেরও আস্থা আছে দলের বোলারদের ওপর। কিন্তু প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে যে আছেন বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর-রাহুল দ্রাবিড়-শচীন টেন্ডুলকার-ভিভিএস লক্ষ্মণরা! তাই গিবসনের রসিকতা, 'ভারতের যা ব্যাটিং লাইন-আপ, তার বিপক্ষে তো আসলে যেকোনো দলের সাতজন বোলার খেলাতে হয়!' বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের নায়ক ফিদেল এডওয়ার্ডস আর দেবেন্দ্র বিশুকে নিয়েই বেশি আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ কোচ, 'আমাদের দলে আছে ফিদেল, ইদানীং ও বেশ ভালো গতিতে বল করছে। আশা করি ওকে দিয়ে ভারতের দারুণ ব্যাটিং লাইন-আপের জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি করতে পারব আমরা। বিশুও খুব প্রতিভাবান বোলার। মাত্র ৭ টেস্টেই ৩২ উইকেট পেয়েছে ও। ভারতে আসার আগে থেকেই ও জানে এখানকার কন্ডিশন ওকে নিজের সেরাটা উজাড় করে দিতে সাহায্য করতে পারে।'
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামির অবশ্য বোলারদের কাছে প্রত্যাশা আরেকটু বেশি, 'সাম্প্রতিক অতীতেই আমাদের বোলাররা টেস্টে প্রতিপক্ষকে দুবার আউট করে দেখিয়েছে। আশা করি ভারতের বিপক্ষেও ভালোই করবে তারা।' শুধু তা-ই নয়, টেন্ডুলকারের শততম সেঞ্চুরি পাওয়াকে 'কঠিন' করে তোলার ঘোষণাও দিয়েছেন তিনি, 'আমরা চেষ্টা করব ওর পক্ষে যেন কাজটা করা খুব কঠিন হয়।' ক্রিকইনফো, এএফপি

No comments

Powered by Blogger.