বাহরাইনে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ

বাহরাইনের রাজধানী মানামায় সরকারবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশের হামলায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর শোকাহত জনতা রাস্তায় নেমে এলে ওই সংঘর্ষ হয়েছে।রাজধানী মানামার সানাবিস এলাকার হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ মিছিলসহ পার্ল স্কয়ারে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যায় এবং তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।


এ বছরের গোড়ার দিকে পার্ল স্কয়ার থেকে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার পতনের আন্দোলন শুরু হয়েছিল। বিক্ষোভকারী জনতা ওই স্কয়ারে অবস্থান গ্রহণ করে এটিকে মিসরের তাহরির স্কয়ারের মতো বিপ্লবীদের ঘাঁটিতে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু বিদেশি সেনা সমর্থন নিয়ে বাহরাইনের নিরাপত্তা বাহিনী বলপূর্বক পার্ল স্কয়ারের নিয়ন্ত্রণ গ্রহণ করে। আজকের সংঘর্ষে তাত্ক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বাহরাইনের সরকারবিরোধী আন্দোলনকারীরা বলছেন, গত বুধবার রাতে দাঙ্গা পুলিশ দেশটির সরকারবিরোধী আল ওয়েফাক পার্টির উপপ্রধান হোসাইন আল দাইহির পিতার ওপর হামলা চালায়। পুলিশ ৭৮ বছর বয়সী আলী আল দাইহিকে বেদম প্রহার করে তার বাসভবনের কাছে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্করা তাকে মৃত বলে ঘোষণা করেন। গত ১৪ ফেব্রুয়ারি থেকে বাহরাইনে গত ২০০ বছরের রাজতান্ত্রিক সরকারের পতনের দাবিতে গণআন্দোলন চলছে। এ পর্যন্ত নিরস্ত্র জনতার ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

No comments

Powered by Blogger.