সেঞ্চুরির দিলি্ল কত দূর

দিলি্ল বহু দূর! দিলি্ল টেস্টে শচীনের সেঞ্চুরিও কি দিলি্লর মতো দূরের মরীচিকা হয়ে মিলিয়ে যাবে। শচীনের সেঞ্চুরি দেখার অপেক্ষায় যখন আসমুদ্রহিমাচল। অপেক্ষা কারণ, আর দশটা সাধারণ সেঞ্চুরির মতো নয় এটা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি শততম সেঞ্চুরির সামনে অপেক্ষমাণ। এ বিশেষ সেঞ্চুরির জন্য অপেক্ষা তাই সবার। আজ ফিরোজ শাহ কোটলায় কি শেষ হবে অপেক্ষার প্রহর? জানা নেই উত্তর। তবে ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন মনে করেন, শততম সেঞ্চুরি নিয়ে চারপাশের হাইপ শচীনের ব্যাটিংকে প্রভাবিত করতে পারে। টেস্ট শুরু আগে তিনি বলেছেন_ 'মাইলস্টোন নিয়ে আমি সচেতন নই।


এটা নিয়ে খুব বেশি ভাবছিও না; কিন্তু বুঝতে পারছি, চারপাশে অনেক হাইপ ছড়িয়ে পড়েছে। ব্যাপারটা শচীনের জন্য কঠিন হবে।' তবে গিবসন মনে করেন, আজ না হোক কাল একদিন না একদিন শচীনের শততম সেঞ্চুরি হবেই। তিনি বলেন, 'শচীন হলো কিংবদন্তি। যে কোনোদিন যে কোনো ভাবে সে এটা করে ফেলবে।' সেই মার্চের ১২ তারিখের পর আর সেঞ্চুরির দেখা পাননি শচীন। বিশ্বকাপে সর্বশেষ সেঞ্চুরি করেন তিনি। এরপর ইংল্যান্ড সফরের চারটি টেস্ট খেলেছেন শচীন টেন্ডুলকার; কিন্তু সেঞ্চুরি বঞ্চিত ছিলেন। টানা আট ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। এরপর ইনজুরিতে পড়েন তিনি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো ওয়ানডে ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন শচীন। বুড়ো আঙুলের পুরনো ইনজুরির জন্য তাকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। ফলে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলতে পারেননি টেন্ডুলকার। এবার তার সামনে সেঞ্চুরি করার সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কোনোরকম ইনজুরিতে না পড়লে কাঙ্ক্ষিত সেঞ্চুরি করার জন্য ছয় ইনিংস হাতে পাবেন তিনি। এছাড়া থাকছে পাঁচটি ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, 'শচীন গ্রেট খেলোয়াড়; কিন্তু আমরা নামের বিরুদ্ধে খেলি না। তার বিরুদ্ধে আমাদের পরিকল্পনা আছে। একজন গ্রেট খেলোয়াড় হিসেবে শচীনের প্রশংসা করলেও মাঠে তার জীবন অতিষ্ঠ করে তুলব আমরা।'

টেস্টে সেঞ্চুরি ছাড়া শচীন
ইনিংস রান সর্বোচ্চ সময়কাল
১৭ ৪০৩ ৬৪ ১০/১২/২০০৫ থেকে ৬/১/২০০৭
১৪ ৩৮৩ ৮৮ ২৪/১/২০০৮ থেকে ২/১১/২০০৮

No comments

Powered by Blogger.