কংগ্রেস প্রধান হচ্ছেন রাহুল

গামী কয়েক সপ্তাহের মধ্যে রাহুল গান্ধী ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে। শনিবার দি ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কংগ্রেসের বেশ কয়েকজন নেতার বরাত দিয়ে সংবাদপত্রটি দাবি করেছে, চার থেকে আট সপ্তাহের মধ্যে রাহুল দায়িত্ব গ্রহণ করবেন। রাহুল দায়িত্ব গ্রহণ করার পর কংগ্রেসের বোর্ড এবং সরকারে দিকনির্দেশনা দেয়ার ব্যাপারে সোনিয়া গান্ধী নিজেকে সরিয়ে নেবেন বলে জানা গেছে।


১৯৪৭ সালে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নেহরু-গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকারীরা দুই-তৃতীয়ংশ সময় ভারতের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। কিন্ু্ত রাহুল গান্ধীর মধ্যে নেতৃত্বের গুণাবলীর ঘাটতির কারণে রাজনৈতিক উত্তরাধিকারের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। পাশাপাশি আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় পারিবারিক উত্তরাধিকারের বিষয়টি কতটুকু যৌক্তিক, সে বিষয় নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। সেপ্টেম্বরে রয়টার্সের পক্ষ থেকে কংগ্রেসের কর্মকর্তাদের সাক্ষাত্কার গ্রহণের মধ্য দিয়ে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, রাহুলই হচ্ছেন কংগ্রেসের পরবর্তী প্রধান। এ বিষয়ে কংগ্রেস এবং তার মিত্ররা প্রথমবারের মতো মুখ খোলে। রাহুলের কংগ্রেস প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি এমন এক সময় সামনে চলে এলো, যখন ক্ষমতাসীন দলটি দুর্নীতি কেলেঙ্কারি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে লড়াই চালাচ্ছে। এখন সবার প্রশ্ন একটাই, এমন পরিস্থিতিতে কংগ্রেসের এ ধরনের সিদ্ধান্ত নেয়া সঠিক হবে কিনা।

No comments

Powered by Blogger.