হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, একে-৪৭ রাইফেল উদ্ধার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের পার্শ্ববর্তী কনস্টিটিউশন এভিনিউয়ের কাছে গত শুক্রবার রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দ্য নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
মার্কিন গোয়েন্দারা প্রাথমিকভাবে জানান, স্থানীয় সময় রাত নয়টার দিকে একটি গাড়ির ভেতর থেকে গুলি করা হয়। ঘটনার পরপরই ওই এলাকা থেকে গুলিভর্তি একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। পুলিশ গুলির খোসা অনুসন্ধান ও ঘটনার তদন্ত শুরু করেছে।
গুলির ঘটনার পর হোয়াইট হাউসের আশপাশের সড়কগুলোতে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এ ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ায় এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কে ছিলেন।

No comments

Powered by Blogger.