ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাল সিরিয়ার বিরোধী নেতাদের বৈঠক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ কাল সোমবার সিরিয়ার সরকারবিরোধী নেতাদের সঙ্গে লন্ডনে বৈঠক করবেন। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সিরিয়ায় শুক্রবারও সেনাবাহিনীর গুলিতে দুই শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামা অঞ্চলের সেজার এলাকায় সেনাবাহিনী এই অভিযান চালায়।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উইলিয়াম হেগের সঙ্গে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল ও ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ডেমোক্রেটিক চেঞ্জের নেতারা বৈঠক করবেন। এই নেতারা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক করবেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আমরা কয়েক মাস ধরে সিরিয়ার বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। এখন সেটা করতে সক্ষম হয়েছি।

No comments

Powered by Blogger.