সিঙ্গেল রুমের জন্য সাকিবের বায়না!

দেশের মাটিতে পাকিস্তান দলের বিপক্ষে সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিতে গত শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে এসেছে বাংলাদেশ দল। প্র্যাকটিস ক্যাম্পের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের একজন হয়ে চট্টগ্রামে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। উঠেছেন তারা হোটেল পেনিনসুলায়। এর আগেও জাতীয় দলের হয়ে অনেকবার চট্টগ্রামে এসেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক; কিন্তু এবার ছয় দিনের এই প্র্যাকটিস ক্যাম্প করতে চট্টগ্রামে


এসে নতুন বায়না ধরেছেন তিনি। হোটেলে তার জন্য আলাদা রুম দিতে হবে।
হোটেল পেনিনসুলায় সাকিব আর তামিমের জন্য একটি ডাবল রুম বরাদ্দ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু হোটেলে উঠেই এ নিয়ে আপত্তি জানান সাকিব। কোনোভাবেই এক রুমে দু'জন থাকার পক্ষপাতী নন তিনি। তাকে আলাদা রুম দিতেই হবে। আলাদা রুম পাওয়ার জন্য সাকিব বায়না ধরলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আলাদা রুমের জন্য বাড়তি বাজেট নেই। তাকে ডাবল রুমে আরেকজনের সঙ্গেই থাকতে হবে; কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় সাকিব। প্রয়োজনে নিজে বাড়তি টাকা বহন করবেন, তারপরও তার আলাদা রুম চাই-ই চাই; কিন্তু টিম ম্যানেজমেন্ট তার কাছ থেকে টাকা নিতে রাজি নয়, এমনকি তাকে আলাদা রুম দিতেও রাজি নয়। নিজের সিদ্ধান্ত অনুযায়ী আলাদা রুম পেতে শেষ পর্যন্ত বিসিবি সভাপতি মোস্তফা কামাল এমপিকে ফোন করেন সাকিব। এতে সাড়া দেন বোর্ড সভাপতি। এরপর বোর্ড সভাপতি টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেন, সাকিবকে আলাদা রুম দেওয়ার জন্য। অবশ্য শুধু সাকিবকেই নয়, অধিনায়ক ও অন্য সাবেক অধিনায়কদেরও আলাদা রুম দেওয়ার জন্য নির্দেশ দেন বোর্ড সভাপতি। তার নির্দেশে সাকিবকে আলাদা রুম দেওয়া হয়। এছাড়াও অধিনায়ক মুশফিকুর রহিম এবং সাবেক অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকেও আলাদা রুম দেওয়া হয়।

No comments

Powered by Blogger.