ইতিবাচক সিদ্ধান্তের আশায় ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

শেয়ারবাজার নিয়ে গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর আজ রোববার সন্ধ্যায় শেয়ারবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী। ওই বৈঠক শেষে ইতিবাচক ঘোষণা আসতে পারে—বিনিয়োগকারীদের মধ্যে এমন আশার সঞ্চার হওয়ায় আজ দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরই পরিপ্রেক্ষিতে দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪৬.২৬ পয়েন্ট বেড়ে ৫৩১৩.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ১২৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার সামান্য কমলেও ১৪৬ পয়েন্ট বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ২৩৫টির, কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ স্টক এক্সচেঞ্জটিতে ৪৭৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, তিতাস গ্যাস, ইউসিবিএল, এনবিএল, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও এমআই সিমেন্ট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১০৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬২টির, কমেছে নয়টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.