অথচ এত পেয়েও তৃপ্ত নয় ওয়েস্ট ইন্ডিজ

মাদের লক্ষ্য ছিল ১৬০ থেকে ১৭০ রানের কাছাকাছি করা। তাহলেই আমরা খুশি থাকতাম।তার মানে আপনারা ২১৭ তাড়া করার কোনো চেষ্টাই করেননি! সম্মানজনক হার নিয়েই খুশি থাকতে চেয়েছিলেন?এবার সালমা বুঝলেন তিনি একটু ভুল করে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল ঠিক আছে, কিন্তু তাই বলে নিজেরা ব্যাট করতে নামার আগেই যে হার মেনে নিয়েছিলেন সেটা সব সাংবাদিকের সামনে স্বীকার করলে অনেক প্রশ্নবাণে জর্জরিত হতে


হবে_এটা না বোঝার মতো বোকা নন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু ততক্ষণে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। কী আর করা! তাঁকে কিছুটা উদ্ধার করলেন বাংলাদেশের কোচ মমতা মাবেন, 'আসলে আমরা জিততেই চেয়েছিলাম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিং-ফিল্ডিং আজ অতিরিক্ত ভালো হয়েছে।' তার পরও হারের এ ধরন নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। কিন্তু প্রশ্ন করে আর বাংলাদেশি অধিনায়ককে বিব্রত করেননি সাংবাদিকরা। শত হলেও এ মেয়েরাই তো দুই দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ একটা জয় এনে দিয়েছেন দেশকে।
হারটা যেমনই হোক এ ম্যাচ থেকে বাংলাদেশের মেয়েরা অনেক কিছু শিখেছে বলেও জানিয়েছেন বাংলাদেশের কোচ, 'আমাদের বোলিংটা ভালো। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে খেলতে হলে ব্যাটিংটা কেমন করতে হবে সেটাও তারা আজ বুঝতে পেরেছে। আশা করছি পরের ম্যাচে ওরা এই শিক্ষাটা কাজে লাগাতে পারবে। পরের ম্যাচ মানে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে বিশ্বকাপের টিকিট পাওয়ার কঠিন লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ফলে 'বি' গ্রুপে শেষ পর্যন্ত তৃতীয় হয়েছে বাংলাদেশ। ফরম্যাট অনুযায়ী তারা পরের রাউন্ডে খেলবে 'এ' গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কার বিপক্ষে। জয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট ও ওয়ানডে স্ট্যাটাস। হেরে যাওয়া দলটা শীর্ষ ছয় দলে থাকার জন্য পরে খেলবে এ গ্রুপের চার নম্বর দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ওই ম্যাচের জয়ী দলও পাবে ওয়ানডে স্ট্যাটাস। হেরে যাওয়া দল পরে সাত ও আট নম্বর অবস্থানের জন্য আরো একটা ম্যাচ খেলবে। কী প্রত্যাশা করছেন? এবার বেফাঁস কিছু বলার আগে বেশ সতর্ক অধিনায়ক ও কোচ, 'এটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কিছু ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। পরেরবার আশা করছি জিততেও পারব!'
উল্টো ছবি ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে। জিতেছেন। বিশ্বকাপের টিকিট পাওয়ার যে প্রাথমিক লক্ষ্য নিয়ে এসেছিলেন সেটাও ইতিমধ্যে নিশ্চিত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায়। অথচ ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক তার পরও এখানে থেমে যেতে রাজি নন, 'আমরা শুধু সেরা চারে থেকে বিশ্বকাপ নিশ্চিত করার জন্য আসিনি। বাকি ম্যাচগুলোতে জিতে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চাই।'
দুই দলের সবচেয়ে বড় ব্যবধান বোধহয় এ জায়গাটিতেই!

* গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিটও পাওয়া হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন হওয়া।
* বাংলাদেশের বিশ্বকাপ খেলা এবং ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। শ্রীলঙ্কাকে হারালে দুটোই সম্ভব। হারলে ওয়ানডে স্ট্যাটাস পেতে হারাতে হবে যুক্তরাষ্ট্রকে।



No comments

Powered by Blogger.