তেহরানে সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারে বিস্ফোরণ, নিহত ১৫

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারে গতকাল শনিবার বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এতে ১৫ জন সেনা নিহত হয়েছেন।
তেহরানের গভর্নরের কার্যালয়ের মুখপাত্র আলিরেজা জেনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, গতকাল স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে ওই বিস্ফোরণ ঘটে। সামরিকঘাঁটিটি রাজধানীর কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। এর পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। আকাশে হেলিকপ্টার চক্কর দেয়।
স্থানীয় সাংসদ হোসেইন গারৌসি বলেছেন, অস্ত্রভাণ্ডারের একটা অংশে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই অস্ত্রভান্ডারটি সে দেশের অভিজাত রেভল্যুশনারি গার্ডসের।
গত বছর ইরানের খোরামাবাদ শহরে রেভল্যুশনারি গার্ডসের অপর একটি অস্ত্রভান্ডারে বিস্ফোরণে ১৮ সেনাসদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

No comments

Powered by Blogger.