ওসামাকে সমাহিত করতে ব্যবহূত রণতরীতে ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী ইউএসএস কার্ল ভিনসনে বসে তাঁর সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই রণতরীতে করেই আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মরদেহ সাগরে সমাহিত করা হয়। ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও ব্যবহার করা হয় কার্ল ভিনসন।
প্রেসিডেন্ট ওবামা এশীয় প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে কার্ল ভিনসনে করে হাওয়াই যাওয়ার সময় তিনি সরকারি ও সেনা কর্মকর্তাদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন। এ সময় মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ওবামা।
বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ইউএসএস কার্ল ভিনসনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। ওবামা বলেন, এটা সেই রণতরী, যেখান থেকে ইরাক যুদ্ধের শুরুতে বেশ কিছু হামলা পরিচালনা করা হয়। আফগানিস্তান যুদ্ধেও এই রণতরী সহায়কের ভূমিকা পালন করে। গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদ এলাকার একটি বাড়িতে মার্কিন অভিযানে নিহত হন লাদেন। তাঁকে সাগরে সমাহিত করার ক্ষেত্রে কার্ল ভিনসন রণতরী ব্যবহার করা হয়।
কার্ল ভিনসনে প্রায় সাত হাজার দর্শকসহ বাস্কেটবল খেলাও উপভোগ করেন ওবামা।

No comments

Powered by Blogger.