মাওবাদীদের প্রতি মমতার হুঁশিয়ারি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এখনো সময় আছে জীবনের মূল স্রোতে ফিরে আসুন। সরকার আপনাদের দায়িত্ব নেবে। নইলে গ্রামের মানুষের তাড়া খেয়ে আপনাদের পালিয়ে বেড়াতে হবে।’
পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত জঙ্গলমহলের ঝাড়গ্রামের পর গত শুক্রবার পুরুলিয়ার বলরামপুরের কলেজ মাঠে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে জঙ্গলমহলের বাসিন্দাদের উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা মাওবাদীদের আশ্রয় দেবেন না। একজোট হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজেরা শান্তি কমিটি গড়ে তুলুন। ওদের বন্দুক গুটিয়ে দিতে হবে। ওরা সংখ্যায় মাত্র কয়েকজন।’
মমতা আরও বলেন, ‘মাওবাদীদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা অযোধ্যা পাহাড়কে আর রক্তাক্ত হতে দেব না। ওরা যা চায় সরকার তা দেবে। তবে তাদের অস্ত্র ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে আসতে হবে।’

No comments

Powered by Blogger.