মেলায় নতুন চমক

বিসিএস আইসিটি ওয়ার্ল্ড মেলায় বেশ কিছু নতুন পণ্য এবং আয়োজনে নতুনত্ব চমক দেখিয়েছে। নতুন পণ্য ছাড়াও দর্শনার্থীদের সুবিধার্থে ছিল নানা আয়োজন। এবারই প্রথম প্রদর্শনীর সমান্তরালে জমকালো ওয়েব মেলার আয়োজন করা হয়। 'বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ওয়েব ফেয়ার' নামে এই প্রদর্শনীতে উপস্থিত না থেকেও মেলা উপভোগ করা গেছে। ইন্টারনেটের মাধ্যমে এতে অংশ নিয়ে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার জিতেছে দূর থেকে অংশ নেওয়া দর্শকরা।


বিসিএসের কোনো প্রদর্শনীতে ওয়েব ফেয়ার এবারই প্রথম। এতে প্রতি মুহূর্তের নানা ছবি আপলোড করা হয়। প্রদর্শনীর অনুষ্ঠানের সময়সূচি, প্রদর্শিত পণ্যসামগ্রীর তালিকা, প্রতিদিনের বিশেষ অফার, বিশেষ বিশেষ মুহূর্তের ভিডিওসহ প্রদর্শনীর সব আয়োজনের তথ্যাদি এতে প্রকাশ করা হয়। প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি যে কেউ এই ওয়েব ফেয়ারে অংশ নিতে পেরেছেন। শুধু তথ্য নয়, মেলার যাবতীয় পণ্য ক্রয়েরও ব্যবস্থা ছিল এই ওয়েবে। অনেকেই মেলায় আসতে না পেরে ঘরে বসে মেলার স্বাদ নিতে পেরেছেন। মূলত অনলাইনে মেলাকে বিস্তৃত করার মাধ্যমে এবারের মেলার পরিসর বেড়েছে। এ ছাড়া প্রথমবারের মতো এবারই আয়োজন করা হয় ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলা ঘুরে দেখা যায়, প্রযুক্তি ব্র্যান্ড ডেল, স্যামসাং, আসুস, এসার, এইচপি নিয়ে এসেছে নতুন মডেলের বেশ কয়েকটি পণ্য। আনা হয় কোর আই থ্রি, কোর আই ফাইভ, কোর আই সেভেনের বেশ কিছু নতুন মডেলের নোটবুক। মেলায় প্রদর্শনীর জন্য স্যামসাং নিয়ে আসে থ্রিডি মনিটর। সিঙ্কমাস্টার এসএ৯৫০ মডেলের এই মনিটর দেখেই সাধ মেটাতে হয়েছে দর্শকদের। কেননা স্যামসাং জানায়, মেলায় এটি শুধু প্রদর্শনীর জন্য আনা হয়েছে। এখনও এটি বাংলাদেশে অবমুক্ত করা হয়নি। তবে অচিরেই বাংলাদেশে এটি ছাড়া হবে বলে জানা গেছে। দাম হতে পারে ৪৫ হাজার টাকা। একইভাবে আসুস নিয়ে আসে কোর আই সেভেনের থ্রিডি পর্দা বিশিষ্ট ল্যাপটপ। দাম ১ লাখ ২৫ হাজার টাকা। বাংলাদেশে এখনও বাজারজাত না করা হলেও মনিটরটির আনুমানিক দাম ৪৫ হাজার টাকা। স্যাটকম কম্পিউটার আনে অ্যাপলের ম্যাকবুক এয়ার, অ্যাপল এলইডি সিনেমা ডিসপ্লেসহ ম্যাক সিরিজের পিসি। কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন লিমিটেড ও বিজয় ডিজিটাল আনে মাত্র ৭ হাজার ৭০০ টাকার চড়ূই ট্যাবলেট পিসি। এ ছাড়া প্রায় দুই লাখ টাকা দামের ল্যাপটপও বিক্রি হয়েছে মেলায়। ইকারাসের স্টলে ছিল ডিজিটাল ডিরেক্টরি নামে সফটওয়্যার। ১ হাজার ২০০ টাকা দামের এই সফটওয়্যারে দেশের নানা ধরনের দরকারি তথ্য পাওয়া যাবে। দি কম্পিউটার লিমিটেড নিয়ে আসে নিকাশ, ভ্যান্ডার ও মজুরি নামে হিসাবনিকাশের সফটওয়্যার। বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার জানান, সব ধরনের ক্রেতা-দর্শকের কাছে আকর্ষণীয় করতে প্রদর্শনীতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়।

No comments

Powered by Blogger.