মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাতজন নিহত

মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেক মোরাসহ সাতজন নিহত হয়েছেন। গত শুক্রবার মেক্সিকো সিটির কাছে এ ঘটনা ঘটে।
মেক্সিকো সরকারের মুখপাত্র আলেজান্দ্রা সোতা বলেন, দুঃখজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর সহযোগী ও হেলিকপ্টার ক্রুকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
বর্তমান প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের আমলে এ নিয়ে বিমান দুর্ঘটনায় ব্লেকসহ (৪৫) দুজন স্বরাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন। তিন বছর আগে মেক্সিকো সিটির কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে মারা যান হুয়ান কামিলো মরিনো।
সরকারি কৌঁসুলিদের একটি বৈঠকে যোগ দিতে মেক্সিকো সিটি থেকে মোরেলস রাজ্যের কুয়েরনাভাকা শহরে যাচ্ছিলেন ব্লেক।
মেক্সিকোয় মাদক চক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্লেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
শুক্রবার উড্ডয়নের পর একপর্যায়ে হেলিকপ্টারটি গমনপথ থেকে অদৃশ্য হয়ে গেলে তল্লাশি শুরু হয়। পরে টেলিভিশনে একটি পার্বত্য এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখানো হয়।
ব্লেকের মৃত্যুর পর প্রেসিডেন্ট ক্যালডেরন হাওয়াইতে এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যাওয়া বাতিল করেছেন। তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি খুব সম্ভবত দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

No comments

Powered by Blogger.