ভারত থেকে পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক করতে পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে ১২টি ভারতীয় পণ্য আমদানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিরোধ, বিশেষ করে, কাশ্মীর নিয়ে বিরোধিতার কারণে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বাণিজ্যের প্রসার ঘটানোয় আগ্রহ দেখা যায়নি।
কিন্তু সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে থাকায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে উভয় দেশই।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ দুটি দেশের বন্ধুভাবাপন্ন সম্পর্ককে গুরুত্বের সঙ্গেই দেখা হয়ে থাকে। সম্প্রতি পাকিস্তান ভারতকে বাণিজ্যে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেয়।

No comments

Powered by Blogger.