থাই প্রধানমন্ত্রীর আশঙ্কা-বন্যায় তলিয়ে যেতে পারে ব্যাংকক

লমান বন্যাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে থাইল্যান্ডে সতর্কতা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। বন্যা থেকে রাজধানী ব্যাংকককে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। দেশটির মধ্যাঞ্চল থেকে পানি নামতে থাকায় দক্ষিণাঞ্চলে অবস্থিত রাজধানী ব্যাংকক ভয়াবহ বন্যার ঝুঁকির মধ্যে পড়েছে। দিন-রাতের পরিশ্রমে বাঁধ রক্ষা করে ও চুইয়ে আসা পানি অপসারণ করে শহরটিকে এখন পর্যন্ত বন্যামুক্ত রাখা গেলেও সেটি আর সম্ভব হচ্ছে না। আরও বৃষ্টি হলে শহররক্ষা বাঁধ উপচে প্রবেশ করা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ব্যাংকক। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরার।


ইংলাক সাংবাদিকদের বলেন, আমরা বন্যার পানি আটকে রাখতে পারছি না। সরকার ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। পানি নিঃসরণের জন্য ব্যাংককের সব গেট খুলে দেওয়ার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী। থাইল্যান্ডে বিচারমন্ত্রী ও সরকারের বন্যা সংকট কেন্দ্রের প্রধান প্রাচা প্রমনক স্থানীয় টেলিভিশন চ্যানেল থ্রিকে জানান, রাজধানীর জনপ্রিয় পর্যটন এলাকা ও রাজপ্রাসাদের উত্তর দিকের সামসেন ও মাক্কাসান এলাকায় নগর কর্মকর্তারা সারারাত শহররক্ষা বাঁধ দিয়ে চুইয়ে আসা পানি অপসারণে ব্যস্ত ছিলেন। তিনি আশঙ্ক প্রকাশ করেন, আমি ব্যাংককবাসীর জন্য ভীষণ উদ্বিগ্ন। কারণ যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই বা পানি সরানোর মেশিনগুলোর কোনোটা নষ্ট হয়ে যায় আর আমরা যথাসময়ে পানি অপসারণ করতে না পারি, তাহলে আমাদের ব্যাংকক শহর ডুবে যাবে। তবে বৃহস্পতিবার সকালেও নগরীর পাশ দিয়ে বয়ে চলা নদীর পানি সামাল দেওয়ার মতো উচ্চতায় প্রবাহিত হচ্ছিল বলে জানান তিনি। আরও বৃষ্টি হলে শহররক্ষা বাঁধ উপচে প্রবেশ করা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ব্যাংকক। চলতি বছরের জুলাই থেকে শুরু হওয়া গত অর্ধশতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে এ পর্যন্ত ৩২০ জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলসহ থাইল্যান্ডের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

No comments

Powered by Blogger.