মোহালিতে সিরিজ নিশ্চিত করল ভারত

মোহালি স্টেডিয়ামের কৃত্রিম আলোর ঝলকানিতেও কমে যায়নি মহেন্দ্র সিং ধোনির হাসিমুখের আভা। শেষ ওভারে টানা দুই বাউন্ডারি দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়ে তার মুখে যে হাজার ওয়াটের আলো। কে বলবে, ইংল্যান্ড সফরে তাঁর এই চেহারাটাই ছিল শ্রাবণের আকাশের মতো আঁধারমাখা! তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ওয়ানডের সিরিজ ৩-০-তে নিজেদের করে নিয়েছে ভারত, ম্যাচসেরা হয়েছেন আজিনকা রাহানে।

 ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারের পঞ্চম বল, প্যাডেল সুইপ খেলার চেষ্টা করেছিলেন ৯৭ রানে ব্যাট করা জোনাথন ট্রট। কিন্তু ব্যাটে-বলে করতে পারলেন না ঠিকমতো, ১ রান নিয়ে ৯৮ রানেই অপরাজিত থাকার নিয়তিই মেনে নিতে হলো। অন্য প্রান্তের সামিত প্যাটেল অবশ্য শেষ বলটা ভালোই কাজে লাগিয়েছেন, তাতে হয়েছে ছক্কা, আর ইংল্যান্ড পেঁৗছে যায় ৪ উইকেটে ২৯৮ রানে। ২ রানের জন্য চতুর্থ ওয়ানডে শতক হাতছাড়া করা ট্রট আর প্যাটেলের ৪৩ বলে ৭০ রানের ইনিংসে ধীরে শুরু করার পরও মোহালির তৃতীয় ওয়ানডেতে তিন শ'র খুব কাছে ইংল্যান্ড। শিশির আর কৃত্রিম আলোয় খানিকটা কঠিন হয়ে ওঠা রান তাড়া করার সমীকরণে তাই ইংল্যান্ডের সিরিজে ফিরে আসার হিসাব। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের একদমই চাপের মুখে ফেলতে পারেননি ইংলিশ বোলাররা। ব্যক্তিগত ৩৮ রানে পার্থিব প্যাটেলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে গৌতম গম্ভীর (৫৮) ও রাহানের (৯১) ১১১ রানের জুটি গড়ে দিয়েছিল জয়ের ভিত্তি। তাঁদের অসমাপ্ত কাজটা শেষ করেছেন ধোনি (৩৫*) ও রবীন্দ্র জাদেজা (২৬*)। ষষ্ঠ উইকেটে এ দুজন ৬৫ রানের জুটি গড়ে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পেঁৗছে দেন ভারতকে। ক্রিকইনফো।
স্কোর : ইংল্যান্ড ২৯৮/৪ (৫০ ওভার), ট্রট ৯৮*, পিটারসেন ৬৪, প্যাটেল ৭০*;জাদেজা ৪১/১
ভারত : ৩০০/৫ (৪৯.২ ওভার), রাহানে ৯১, গম্ভীর ৫৮,পার্থিব ৩৮, কোহলি ৩৫; ফিন ৪৪/২
ফল : ভারত ৫ উইকেটে জয়ী। সিরিজ : ভারত ৩-০ ইংল্যান্ড।

No comments

Powered by Blogger.