তালেবানের জন্য আলোচনার দরজা খোলা :হিলারি

রাজনৈতিক আলোচনার মাধ্যমে তালেবানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা আছে। আফগানিস্তান সফরে হিলারি এই আহ্বান জানান। গতকাল আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেন হিলারি। কারজাইয়ের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানে যান তিনি। খবর এএফপি ও ডন অনলাইনের।


সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানকে আরও কার্যকর ভূমিকা পালনে চাপ দিতেই তিনি পাকিস্তানে গেছেন বলে জানিয়েছে মার্কিন কূটনৈতিক সূত্র। পাকিস্তানে হিলারি ও সিআইএ প্রধান ডেভিড পেত্রাউস আইএসআই প্রধানসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া হিলারি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দেখা করবেন। আফগান কূটনীতিকরা জানান, কারজাইয়ের সঙ্গে বৈঠকের পর হিলারি তালেবানের সঙ্গে চলমান বিবাদ মিটিয়ে ফেলার উৎসাহ দিয়েছেন। এছাড়া আফগানিস্তান পুনর্নির্মাণে যুক্তরাষ্ট্র দেশটির পাশেই থাকবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। উল্লেখ্য, গত বুধবার বিকেলে আফগানিস্তান পেঁৗছা পর্যন্ত হিলারির এই সফরের খবর গোপন রাখা হয়েছিল।

No comments

Powered by Blogger.