চট্টগ্রামে ৬৯ মুক্তিযোদ্ধার সন্তানকে সংবর্ধনা

মুক্তিযোদ্ধার কৃতী সন্তানদের উদ্দেশে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'দেশ আজ মূল্যবোধের সংকটে। জীবনের প্রতিটি ক্ষেত্রকে যুদ্ধক্ষেত্র ভেবে দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে হবে।'গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধার কৃতী সন্তানদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত এ অনুষ্ঠানে চলতি বছর চট্টগ্রাম জেলার জেএসসি, এসএসসি, এইচএসসি ও উচ্চতর শিক্ষায় প্রথম শ্রেণীপ্রাপ্ত এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত মুক্তিযোদ্ধার ৬৯ জন সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়।


এতে প্রতিটি কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও দুই হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এম এ মনসুর, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সৈয়দা সারোয়ার জাহান এবং জেলা ইউনিট কমান্ডের সদস্যরা।
স্বাগত বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার অধ্যাপক শওকত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, 'আবার যদি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ক্ষমতায় আসতে না পারে, তবে যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তা স্তব্ধ হয়ে যাবে।'
ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, 'আমরা ভারতের জনগণ গর্বিত, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরাও আপনাদের সঙ্গে ছিলাম।'
জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বলেন, 'সমাজের সঙ্গে খাপ খেয়ে চলার জন্য নিজের গ্রহণযোগ্যতাকে বিশ্ব উপযোগী প্রমাণ করার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে।'

No comments

Powered by Blogger.