অনশন ভাঙলেন বহিষ্কৃত সেই আফগান এমপি

অনশন ভেঙেছেন আফগানিস্তানের পার্লামেন্ট থেকে বহিষ্কৃত সেই নারী এমপি সেমিন বারেকজাই। অনশন শুরুর ১৭ দিন পর গত বুধবার তা ভাঙেন তিনি। পার্লামেন্টে পুনর্বহাল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন সেমিন।
ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভের অভিযোগে সেমিনসহ নয়জন এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়। এরপর সেমিন পার্লামেন্ট ভবনের বাইরে তাঁবু স্থাপন করে অনশন শুরু করেন।
আফগানিস্তানের ধর্মীয় নেতারা অনশনকে ইসলামের পরিপন্থী বলে ঘোষণা দিলে অনশন ভাঙার ব্যাপারে নমনীয় হন সিমেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সিনেটর সাবগাতুল্লাহ মুজাদ্দেদি গত বুধবার এমপি সিমেনের অনশন ভাঙান।
এদিকে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ বলেছে, সেমিন বারেকজাইকে আইনগতভাবে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এখন তিনি অনশন করলেও এর কোনো দায় তাদের নেই।
৩২ বছর বয়সী সিমেন বারেকজাই গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের প্রদেশ হেরাত থেকে নির্বাচিত হন। গত আগস্টে দেশটির নির্বাচন কমিশন সিমেন বারেকজাইসহ নয়জন এমপিকে ভোট কারচুপির দায়ে অযোগ্য ঘোষণা করে। এর প্রেক্ষিতে তাঁদের পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়।

No comments

Powered by Blogger.