যুক্তরাজ্যে বেকারত্বের হার ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ

যুক্তরাজ্যে ১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা দিয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের কার্যালয় (ওএনএস) থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসে বেকারের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। এই তিন মাসে নতুন করে এক লাখ ১৪ হাজার লোক বেকার হয়েছে। ১৯৯৪ সালের পর দেশটিতে এত বেশি বেকারত্ব দেখা যায়নি।
ওএনএস জানায়, বেকারত্বের হারও বেড়ে ৮ দশমিক ১ শতাংশে পৌঁছে গেছে। ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের (বিওই) গভর্নর মারভিন কিং বলেছেন, বর্তমানে সম্ভবত সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ব্রিটেন।
ব্রিটেনের কর্মসংস্থানসচিব ক্রিস গ্রেইলিং বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার প্রভাবেই যুক্তরাজ্যের বর্তমান সংকট দেখা দিয়েছে। আইএনজি ব্যাংকের বিশ্লেষক জেমস নিটলে বলেন, যুক্তরাজ্যের শ্রমবাজারের অবস্থা খুবই নাজুক।

No comments

Powered by Blogger.