ঝুঁকির মুখে এশিয়ার অর্থনীতি

শিয়ার অর্থনীতি ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রতিষ্ঠানটি তাদের ষাণ্মাসিক প্রতিবেদনে এশিয়ার প্রাক্কলিত প্রবৃদ্ধি থেকেও সরে এসেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউরো জোনের ঋণসংকট ও যুক্তরাষ্ট্রের শ্লথ প্রবৃদ্ধির কারণে এশিয়া ঝুঁকির মুখে রয়েছে, যা সন্দেহাতীতভাবে নিম্নমুখী। আইএমএফের দৃষ্টিতে ২০১১ সালে এশিয়ার গড় প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ এবং ২০১২ সালে হবে ৬.৭ শতাংশ, যা আগের পূর্বাভাসের চেয়ে সামান্য কম। এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে এশিয়ার প্রবৃদ্ধি পূর্বাভাস ছিল ২০১১ সালে ৬.৮ শতাংশ এবং ২০১২ সালে ৬.৯ শতাংশ।


মুদ্রা তহবিল জানায়, ইউরো জোনের ঋণসংকট বেড়ে গেলে এশিয়ার সামষ্টিক অর্থনীতি ও পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব আরো গভীর হবে। এ জন্য এশিয়াকে তাদের অভ্যন্তরীণ বাজার তৈরি করতে হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি চীনের রপ্তানি সেপ্টেম্বরে কমে যাওয়ার পরিসংখ্যান প্রকাশের পরই আইএমএফের এ প্রতিবেদন প্রকাশিত হয়। চীনের ব্যাপারেও আইএমএফ প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ২০১১ সালে চীন ৯.৫ শতাংশ ও ২০১২ সালে ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। যেখানে এপ্রিলে প্রাক্কলিত প্রবৃদ্ধি ছিল এ বছর ৯.৬ শতাংশ ও ২০১২ সালে ৯.৫ শতাংশ। আইএমএফের এশিয়া এবং প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের পরিচালক অনুপ সিং বলেন, 'এসব ঝুঁকি বাস্তবে পরিণত হওয়ার আগেই এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সংস্কার অত্যন্ত জরুরি।' এএফপি।

No comments

Powered by Blogger.