ধরা পড়লেন গাদ্দাফির ছেলে মোতাসিসম

লিবিয়ার ক্ষমতাচ্যুত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির এক ছেলে মোতাসিসম দেশটির অন্তর্বর্তী জাতীয় পরিষদের (এনটিসি) যোদ্ধাদের হাতে ধরা পড়েছেন। যুদ্ধবিক্ষুব্ধ উপকূলীয় শহর সির্তে থেকে একটি পরিবারের সঙ্গে গাড়িতে করে বুধবার পালানোর চেষ্টাকালে তিনি ধরা পড়েন বলে এনটিসি কর্মকর্তারা জানান। এনটিসি বাহিনীর কর্নেল আবদুল্লাহ নাকের রয়টার্সকে বলেন, ‘তাকে (মোতাসিসম) সির্তে থেকে গ্রেফতার করা হয়েছে।’ এনটিসির অপর একটি সূত্র জানিয়েছে, মোতাসিসমকে বেনগাজিতে নিয়ে যাওয়া হয়েছে।


সেখানে বোথনে সেনাক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি অক্ষত রয়েছেন, তবে পালানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। আরব চ্যানেলগুলোতে মোতাসিসমের আটকের সংবাদ প্রচারিত হওয়ার পর এনটিসি যোদ্ধারা লিবিয়ার বিভিন্ন শহরের রাস্তায় নেমে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। মোতাসিসম লিবিয়ার গাদ্দাফি সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। মোতাসিসমই গাদ্দাফি পরিবারের প্রথম সদস্য যিনি এনটিসি যোদ্ধাদের হাতে ধরা পড়লেন। মোতাসিসম ধরা পড়ায় ঘটনা সির্তেয় লড়াইরত এনটিসি যোদ্ধাদের জন্য একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। সির্তে দেশটির সাবেক শাসক গাদ্দাফির শক্ত ঘাঁটি। বর্তমানে শহরটিতে গাদ্দাফি অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এনটিসির যোদ্ধারা। বর্তমানে গাদ্দাফি বাহিনীকে কোণঠাসা করে ফেলার দাবি করলেও সেখানে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এনটিসি যোদ্ধারা। শহরটি থেকে সাধারণ মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনই একটি পরিবারের সঙ্গে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন মোতাসিসম।

No comments

Powered by Blogger.