বাণিজ্য সংরক্ষণ নীতির পথে পা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র : চীন

চীনা মুদ্রা ইউয়ানের মূল্য বাড়ানোর দাবিতে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের ওপর যে চাপ সৃষ্টি করেছে তার বিরোধিতা করার জন্য মার্কিন সরকার এবং কংগ্রেসসহ দেশটির বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে মার্কিন সিনেট বিদেশি প্রতিযোগিতা থেকে নিজেদের বাণিজ্যকে সংরক্ষণ করার নীতি নিয়েছে বলেও চীন অভিযোগ করেছে। এ ধরনের পদক্ষেপ বিশ্ববাণিজ্য সংস্থার রীতিনীতির মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।


চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওজু আজ এক লিখিত বিবৃতিতে এ সব কথা বলেছেন। মার্কিন সিনেট গতকাল ‘কারেন্সি এক্সচেঞ্জ রেট ওভারসাইট রিফর্ম অ্যাক্ট’ নামের বিল অনুমোদনের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিল।মার্কিন ওই বিলের মূল লক্ষ্য হলো চীন। কারণ ওয়াশিংটন মনে করে, মার্কিন বাজারে সস্তায় পণ্য রফতানির সুবিধা পাওয়ার জন্য চীন তার নিজস্ব মুদ্রার দাম কমিয়ে রেখেছে। এর আগে চীনের সঙ্গে বাণিজ্যে ভারসাম্যহীনতা কমানো ও দেশে কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এ বিলের কারণে মার্কিন সরকার সহজেই চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ট্রারিফ বসাতে পারবে।
অবশ্য শেষ পর্যন্ত বিলটি আইনে পরিণত হতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

No comments

Powered by Blogger.