আইনস্টাইনের চিঠি ১৪ হাজার ডলারে বিক্রি

নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠি নিলামে প্রায় ১৪ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার ওই নিলাম হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে নিউইয়র্কের ব্যবসায়ী হাইম্যান জিনকে ওই চিঠিটি লিখেছিলেন আইনস্টাইন। এতে ইহুদিদের ওপর নাৎসি নির্যাতনের ‘বিপর্যয়কর অবস্থা’ সম্পর্কে মন্তব্য ছিল। নির্যাতিত ইহুদিদের সাহায্য করায় চিঠিতে হাইম্যানের প্রশংসা করেন আইনস্টাইন। তিনি লিখেন, ‘নির্যাতিত হয়ে হিটলারের জার্মানি থেকে পালিয়ে আসা আমাদের ইহুদি সঙ্গীদের উদ্ধারে আপনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজের জন্য আপনার প্রতি অবশ্যই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়।’
আইনস্টাইন চিঠিটি ১৯৩৯ সালের ১০ জুন লিখেছেন। এতে আইনস্টাইন বলেন, ইহুদিদের অবশ্যই একে অপরকে সহায়তা করা উচিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনটাই চলে আসছে।
আপেক্ষিক তত্ত্বের প্রবক্তা আইনস্টাইন বলেন, ‘প্রতিরোধের শক্তির কারণেই হাজার হাজার বছর ধরে ইহুদিরা টিকে রয়েছে। এর মূলে রয়েছে পারস্পরিক সহযোগিতার এক বড় ঐতিহ্য।

No comments

Powered by Blogger.