ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার আইন সংশোধনের উদ্যোগ

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বড় মেয়ে যাতে ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী হতে পারে, সে জন্য আনুষ্ঠানিকভাবে আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
শতাব্দীপ্রাচীন আইন কীভাবে সংশোধন করা হবে, তা বিস্তারিত জানিয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রীদের কাছে চিঠি দিয়েছেন ক্যামেরন।
চিঠিতে ক্যামেরন বলেছেন, রাজপরিবারের অপেক্ষাকৃত কনিষ্ঠ পুরুষ সদস্যরা জ্যেষ্ঠ নারীদের আগে সিংহাসনের উত্তরাধিকারী হবেন, এটা সামঞ্জস্যপূর্ণ নয় এবং লৈঙ্গিক সমতার বিরোধী।
প্রধানমন্ত্রী প্রচলিত আইন অনুযায়ী, বড় মেয়ে ছোট ছেলের পর উত্তরাধিকারী হতে পারবেন। আমরা সব ক্ষেত্রে লৈঙ্গিক সমতাবিধানের পক্ষে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ এই পদের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত পুরুষের প্রাধান্য মেনে নিতে হচ্ছে।’

No comments

Powered by Blogger.