অর্থনীতিঃ নীতি প্রণয়নের স্বাধীনতা বিসর্জন নয়

ন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতায় বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়। বাংলাদেশের ক্ষেত্রেও বারবার তা উঠছে। এক সময় বলা হতো, বাংলাদেশে প্রতিটি দম্পতি কতজন সন্তান গ্রহণ করবে সেটাও সাহায্যদাতারা নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আইএমএফ প্রভৃতি সংস্থা এবং যুক্তরাষ্ঠ্র, ব্রিটেন, জার্মানি, জাপান প্রভৃতি দেশের সহায়তা অপরিসীম।

প্রাকৃতিক দুর্যোগের সময়ও তারা অনদুান নিয়ে এগিয়ে আসে। কিন্তু সমস্যা তখনই সৃষ্টি হয় যখন তারা উন্নয়নের প্রকৃত অংশীদার হওয়ার পরিবতরাউ তাদের পছন্দমতো চলার জন্য নানা শর্ত ও চাপের নিগড়ে বেঁধে ফেলতে আদাজল খেয়ে লেগে পড়ে। এটাই অভিজ্ঞতা যে, আমাদের দেশের জন্য তাদের চাপিয়ে দেওয়া নীতি সর্বদা সুফল বয়ে আনেনি। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ বিষয়টির প্রতি সংশ্লিষ্ঠ সবার বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। সরকারের নীতি-ব্যবস্থাপনা আইএমএফের দিকে ঝুঁকে পড়েছে বলে তাদের যে অভিমত তাকে অমূলক বলে উড়িয়ে দেওয়া চলে না।

No comments

Powered by Blogger.