নতুন অ্যান্ড্রয়েড ফোন বাজারে

জেডটিই ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত নতুন দুটি মোবাইল ফোন। আরকে এন্টারপ্রাইজ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এই স্মার্টফোনগুলো।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে নতুন দুটি ফোনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরকে এন্টারপ্রাইজের চেয়ারম্যান খুরশিদ আলম বলেন, ‘স্মার্টফোন এখন সময়ের চাহিদা। তাই সেদিকে লক্ষ রেখেই ক্রেতাদের আরও বেশি সুবিধা দিতে এবার আমরা নিয়ে এসেছি জেডটিই ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন ফোন নিয়ে হাজির হব ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে।’
ভি৯৭০ এবং ভি৮৮৯ মডেলের এই ফোন দুটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.০, ওয়াইফাই, থ্রিজি প্রযুক্তি, ডুয়েল সিম, ১ গিগা হার্টজ ডুয়েল কোর প্রসেসরসহ ৫ মেগা পিক্সেল ক্যামেরা। দুটি পৃথক মূল্যে ২২ হাজার এবং ১৭ হাজার টাকায় পাওয়া যাবে ফোন দুটি।
অনুষ্ঠানে জেডটিই করপোরেশন বাংলাদেশের সিইও জন লি জানান, ‘আধুনিক সব সুবিধা নিয়ে চালু হওয়া আমাদের ফোন দুটি আশা করছি সবাই পছন্দ করবে। আর দামও হাতের নাগালে থাকায় এটি মধ্যবিত্তদের জন্য হবে দারুণ সুযোগ!’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরকে এন্টারপ্রাইজের পরিচালক মাহদি নাসরুল্লাহসহ অনেকে। —হাসান ইমাম

No comments

Powered by Blogger.