চীনে জোরপূর্বক কথা আদায় নিষিদ্ধ

চীনে পুলিশি তদন্তের সময় সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে নেওয়া জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিষিদ্ধ করা হয়েছে। এ সম্পর্কিত প্রচলিত বিধিতে পরিবর্তন এনেছে সরকার। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া গত বুধবার এ কথা জানায়।
চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় বুধবার সংশোধিত বিধি প্রকাশ করেছে। ফৌজদারি মামলার ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে। সিনহুয়া জানায়, এ পরিবর্তন মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবে। মানবাধিকার রক্ষাও করবে এটি।
নতুন বিধিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা যাবে না। তাঁকে নির্যাতন করা যাবে না। তদন্তের সময় সন্দেহভাজন ব্যক্তির কথা-বার্তা কতক্ষণ রেকর্ড বা ভিডিওটেপে ধারণ করা যাবে, তারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন তিনি। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.