জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২-১৩ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন দুই লাখ ৯১ হাজার ৮৪০ জন। এদের মধ্যে এক লাখ ৫৭ হাজার ১৪৪ জনকে তাদের পছন্দক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ দেয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (িি.িৎবংঁষঃ.হঁ-নফ.হবঃ) ফল জানা যাবে।
এ ছাড়া যে কোন মোবাইল ফোন থেকে ঘট লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে ৪৬৩৬ নম্বরে এসএসএস করলে ফল জানা যাবে। এ বছর বিজ্ঞানে ৪৬ হাজার ১২০ জন, ব্যবসায় শিক্ষায় এক লাখ এক হাজার ৭৭৯ জন ও মানবিকে এক লাখ ৪৩ হাজার ৯৪১ জন উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম মেধা তালিকার শিক্ষার্থীদের আগামী এক থেকে ১০ জানুয়ারির মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি হতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ১ জানুয়ারি থেকে ভর্তির ফরমও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার কিছু সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী তাদের মেধাক্রম অনুসারে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবী বিষয় বরাদ্দ পেয়েছে বলেও বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগকে দায়িত্ব দিয়ে ভর্তি নিয়ে চরম সঙ্কটে পড়েছিল সবচেয়ে বেশি শিক্ষার্থীর আশ্রয়স্থল এ বিশ্ববিদ্যালয়টি। নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছিল, তবু ঢাবির এই বিভাগের অদক্ষতা ও ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারছিলা না। ২৪ ঘণ্টা চেষ্টা করেও সংশ্লিষ্ট ওয়েবসাইটের নাগাল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। মাঝে মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করতে পারলেও ভর্তি ফরম ডাউনলোড করা যাচ্ছিলা এবং ফরম এ্যান্ট্রি করতে পারেনি বলে অভিযোগ তোলে বড় কলেজগুলো। গত বছর অনলাইন ভর্তির এই কাজ করেছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়। সেবার বড় কোন সমস্যা ছাড়াই শেষ হয় ভর্তি। শিক্ষার্থীদের আবেদন করা ও ফরম পূরণ এবং ডাউনলোড কাজে কোন সঙ্কটে পড়তে হয়নি। কিন্তু এবার সেই কাজ দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগকে। এই বিভাগের নানা কর্মকা- নিয়ে ইতোমধ্যেই বিতর্ক উঠেলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করণে বৈধ প্রক্রিয়ায় টেন্ডারে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবেই তারা কাজ পেয়েছে।

No comments

Powered by Blogger.