দুজন নতুন কোচ নিয়েছে বাফুফে

তৃণমূলে কাজ করার জন্য এএফসির আর্থিক অনুদানের ওপর নির্ভর করে কয়েক বছর আগে একঝাঁক কোচ কয়েক বছর আগে নিয়োগ দিয়েছে বাফুফে। প্রতিবছরই ওই কোচদের কাজের মূল্যায়ন করে কিছু যোগ-বিয়োগ হয়।
এবার বিয়োগ হয়নি, পুরোনো ১৫ জনই থাকছেন। নতুন যোগ হয়েছেন ভিক্টোরিয়ার সাবেক কোচ জাহান-ই আলম নুরী (রাহেল) ও জাতীয় দলের সাবেক ডিফেন্ডার পারভেজ বাবু।
পুরোনো কোচরা হলেন আবদুর রাজ্জাক, গোলাম রব্বানী, সৈয়দ গোলাম জিলানী, মাহবুব হোসেন রক্সি, আলতাফ-উল হক, আহসানউল্লাহ মন্টু, দীপক চন্দ্র নাথ, আহসানুজ্জামান ঝন্টু, নুরুল হক মানিক, মাহমুদ আলম, মাহবুবুর রহমান, শেখ শুক্কুর টোটাম, জাবিদ হোসেন, মং ক্রো মারমা, মাসুদ কায়সার। তবে এই কোচদের বেশির ভাগই বছরের অনেকটা সময় বসে থাকেন, বাফুফে কাজ দিতে পারে না। যতটুকু কাজ পান, তাতে অনেকের পারফরম্যান্সই সন্তোষজনক নয় বলে প্রচার আছে।

No comments

Powered by Blogger.