ফিরে দেখা- বিএনপির মিটিংয়ে জামায়াতী সে গান by রাসেল রানা

 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বুধবার রাজধানীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণসংযোগ ও পথসভা কর্মসূচী ছিল। জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ কর্মসূচীর নেতৃত্ব দেন।
কর্মসূচী অনুযায়ী গাবতলীতে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। পরে কাওরান বাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও এবং ভাটারা এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি পথসভা এবং গণসংযোগ চলাকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেøাগান দেয় বিএনপি নেতাকর্মীরা। কিন্তু জোটের অন্যতম শরিক দল জামায়াতের নেতাকর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবির সেøাগান না দিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আটক তাদের দলীয় নেতাদের মুক্তির দাবিতে সেøাগান দেয়। প্রায় প্রতিটি স্থানেই জামায়াতের সেøাগানের সরবে চাপা পড়ে থাকে বিএনপির সেøাগান। কাওরান বাজারের প্রগতি টাওয়ারের সামনে একটি চায়ের দোকানে বিষয়টি নিয়ে কথা বলছিলেন কয়েকজন। সেøাগানের শব্দ শুনে একজন (সম্ভবত আওয়ামী লীগ সমর্থক) বললেন, এ জন্যই আওয়ামী লীগ বলে, খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্যই আন্দোলন করছেন। নইলে খালেদা জিয়ার মিটিংয়ে বিএনপির সেøাগানের চেয়ে এদের (জামায়াত) সেøাগান জোরে হচ্ছে কেন। কথাটি শুনে আরেকজন (সম্ভবত: বিএনপি সমর্থক) কিছুটা ক্ষুব্ধ হয়েই বলে উঠলেন, ভাই- আপনি চা খাচ্ছেন, চা খান। খালেদা-হাসিনার রাজনীতি আপনার বোঝার দরকার নেই। এ কথা বলেই লোকটি হন হন করে চলে গেলেন। আমার মনে হলোÑঅপর লোকটি বুঝতে পারল না, লোকটি আসলে কার ওপর ক্ষুব্ধ হলেন; খালেদা জিয়া, জামায়াত নাকি শেখ হাসিনার ওপর।

No comments

Powered by Blogger.