বছরের সেরা

চোটকে হারিয়ে মাঠে নেমেই ইতিহাস হলেন মাইকেল ক্লার্ক। কাল মেলবোর্নে টেস্ট ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরিটি করেই রিকি পন্টিংকে হটিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের অস্ট্রেলীয় রেকর্ডটা নিজের করে নিয়েছেন।
এমসিজিতে প্রথম ইনিংস শেষে ২০১২ সালে খেলা ১১ ম্যাচের ১৮ ইনিংসে ১৫৯৫ রান অস্ট্রেলীয় অধিনায়কের। তবে বিশ্ব রেকর্ড থেকে এখনো ১৯৩ রান পিছিয়ে ক্লার্ক। ২০০৬ সালে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ করেছিলেন ১৭৮৮ রান। ১১ ম্যাচের ১৯ ইনিংসে ৯টি সেঞ্চুরিতে এই রান করেছিলেন ইউসুফ। ইউসুফ ও ক্লার্কের মাঝখানে আছেন আরও দুজন, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। রিচার্ডস ১৯৭৬ সালে ১৭১০ ও স্মিথ ২০০৮ সালে করেছিলেন ১৬৫৬ রান। ক্লার্ক সম্ভবত রানটা আর বাড়িয়ে নিতে পারছেন না। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সম্ভাবনা যে একেবারেই ক্ষীণ।

No comments

Powered by Blogger.