সেরা গল্পলেখক

‘ও কখনো বই বা খেলনা কিনে দেওয়ার জন্য বায়না ধরেনি। ও সব সময় বই উপহার চাইত। আর পড়ালেখার পর সময় পেলেই লিখতে চেষ্টা করে অর্ঘ্য।’ সেরা পুরস্কার লাখ টাকার বই জিতে নেওয়ার পর অর্ঘ্য দত্তকে নিয়ে বললেন তার বাবা শ্যামল দত্ত।
অর্ঘ্য এখন সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ছে। অর্ঘ্য জানায়, গতবারও সে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিন্তু বিশেষ কোনো পুরস্কার পায়নি। তবে এবার মা-বাবাকে সঙ্গে নিয়ে পুরস্কার নিতে পারায় তার বেশ ভালো লাগছে। অর্ঘ্যর প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। পড়ালেখার অবসরে সে লিখতে ভালোবাসে। লিখছে দ্বিতীয় শ্রেণী থেকে। শুধু গল্প লেখাতেই নয়, পড়াশোনায়ও কৃতিত্ব আছে অর্ঘ্যর। চতুর্থ শ্রেণীতে তার রোল নম্বরটাও এ প্রতিযোগিতার মতোই এক। অর্ঘ্য বড় হয়ে চিকিৎসক হতে চায়। তবে চিকিৎসক হলেও লেখালেখি সমানতালেই করতে চায় সে।

No comments

Powered by Blogger.