'আমি গোছানো মেয়ে' by জনি হক

বাবা কর্নেল [অব.] অনন্ত কর ও মা তৃপ্তি কর দু'জনই গাইতেন। তাদের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে ঊর্মিলা রবীন্দ্রসঙ্গীত চর্চা করতেন। ২০০৫ সালে গান গেয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কারও পেয়েছেন। গানের পাশাপাশি কৈশোরে কারাতে ও ছবি আঁকা শিখেছেন।


আগে তার অফুরন্ত সময় ছিল। এজন্য মন চাইলেই বন্ধুদের সঙ্গে মেতে উঠতেন আড্ডায়। টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে চট্টগ্রামেই কেটেছে তার শৈশব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে তৃতীয় বর্ষের ছাত্রী ঊর্মিলা। আগে চট্টগ্রামেই থাকতেন তারা। এখন ঢাকায় আছেন। চবি ক্যাম্পাসটি শহর থেকে অনেক দূরে। ক্লাসে যেতে সকাল ৭টায় ঘর থেকে বের হতে হতো তাকে। শহর থেকে ট্রেন স্টেশনে যেতে আধ ঘণ্টা, ট্রেনে যেতে ৫০ মিনিট আবার ট্রেন থেকে নেমে রিকশায় ক্যাম্পাসে যেতে আরও ১০-১৫ মিনিট। এভাবে নিয়মিত যাতায়াতের সময় ট্রেন ভ্রমণ তার বিরক্ত লাগত। কিন্তু এখন সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তার ভাষায়, 'ট্রেন ভ্রমণ সবচেয়ে মজার। প্রতিটা বগির আলাদা নাম, ছেলেমেয়েদের কণ্ঠে সারাপথে গান, সব মিলিয়ে অতীতের দিনগুলোর মধুর কাতরতা অনুভব করি।'
কয়েকদিন আগে ঊর্মিলার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার ফল বেরিয়েছে। সেদিন বিকেলেই সমকাল কার্যালয়ে এসে জানালেন, 'দেড় বছর পর শেষ হবে পড়া। এরপর আইনজীবী হব। তারপর সংসদে বসার স্বপ্ন দেখি। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদিকা হিসেবে কাজ করছি।'
আপাতত বিনোদন অঙ্গনই ঊর্মিলাকে এখন ব্যস্ত করে রেখেছে। 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯' প্রতিযোগিতায় সেরা ছয়ে ছিলেন তিনি। এরপরই হাতে আসতে থাকে একের পর এক কাজ। উপস্থাপনা করেছেন 'তারকাকথন', 'আহ্বান', 'রানী গুড়া মশলা গানে গানে', 'চ্যানেল আই সেরাকণ্ঠ', 'গেট সেট রক'। আর এখন তাকে প্রতিদিন সকালে পাওয়া যায় 'গানে গানে সকাল শুরু' অনুষ্ঠানে। 'আমি প্রচুর গান শুনি। রুনা লায়লা, প্রতিমা ব্যানার্জি, চিত্রা সিং, মিতালী মুখার্জি, মিতা হক ও মা তৃপ্তি কর আমার পছন্দের শিল্পী। তাই গানের অনুষ্ঠানের উপস্থাপনা বেশ উপভোগ করি'_ বললেন ঊর্মিলা।
গত ঈদে চ্যানেল টোয়েন্টি ফোরে 'বাতাসে মুক্তির ঘ্রাণ' টেলিছবিতে অভিনয় করেছেন ঊর্মিলা। এ নাটকে তার সহশিল্পী ছিলেন সাদিয়া ইসলাম মৌ। 'একসময় তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল। পর্দায় তাকে দেখেছি তারকা হিসেবে। কিন্তু একসঙ্গে কাজ করার পর তিনি মায়ের মতো যত্ন নিয়েছেন, পোশাক ও অভিনয়ে পরামর্শ দিয়েছেন'_ মৌ সম্পর্কে বললেন ঊর্মিলা। গেল ঈদে ইমরানের গাওয়া 'দূরে দূরে' গানের ভিডিওতে নিশোর সঙ্গে মডেল হয়েছেন তিনি। ধারাবাহিক নাটকের মধ্যে চ্যানেল আইতে 'নূরজাহান' ও 'বোয়িং ৭৫৭' এবং এটিএন বাংলায় তার অভিনীত 'ডিবি' প্রচার হচ্ছে। প্রচারের অপেক্ষায় আছে মাছরাঙার 'নাগরিক', এনটিভির 'মাকড়সার জাল', মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'সার্কেল'। এনটিভির 'অচেনা প্রতিবিম্ব'র কাজ করতে আজ তিনি ব্যাংকক যাবেন। তার অভিনীত একক নাটকের মধ্যে উল্লেখযোগ্য 'জটিল প্রেম', 'তুমি মোরে ভুলিয়াছো', 'একজন মিমির গল্প', 'যোগফল একই' ও 'সম্পর্কের নবায়ন' ইত্যাদি। অর্থহীনের সুমনের সঙ্গে 'ভৌতিস্ট' শিগগিরই প্রচার হবে দেশ টিভিতে।
বিজ্ঞাপনচিত্রেও ঊর্মিলার কাজের সংখ্যা কম নয়। কাজ করেছেন 'প্রাণ আরএফএল গ্যাস', বিপুল আশরাফের 'প্রাণ হেয়ার কোড', কিসলুর 'সিটিসেল জুম', অমিতাভ রেজার 'মেরিল বেবি লোশন'-এ। শিগগিরই প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত 'বাংলা লায়ন'। ঊর্মিলা জানান, 'বাবা-মা খুব সহায়তা করেন। তারা আমাকে ডায়েরি ব্যবহারসহ গুছিয়ে কাজ করতে শিখিয়েছেন।' হ

No comments

Powered by Blogger.