চট্টগ্রামে নতুন কার্যালয়ে প্রথম আলো পরিবার

ছোট পরিসর থেকে আরও বড় পরিসরে গেল চট্টগ্রামের প্রথম আলো পরিবার। পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার এএস টাওয়ারের দুটি সুবিশাল ফ্লোর এখন প্রথম আলোর নতুন ঠিকানা। গত মঙ্গলবার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


এ উপলক্ষে পাঠক, সংবাদপত্রের বিক্রয়কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিকেরা এসেছিলেন প্রথম আলোর কার্যালয়ে। অতিথিদের স্বাগত জানান পত্রিকার সম্পাদক মতিউর রহমান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বদেশ পত্রিকার সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, কাউন্সিলর রেহানা কবির, আঞ্জুমান আরা বেগম, চৌধুরী হাসান মাহমুদ, এ এফ কবির আহমদ। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি খালেদা আউয়াল, শিল্পপতি এম এ সালাম, নাসির উদ্দিন, শাহেদ উল আলম, চিটাগাং ক্লাবের চেয়ারম্যান আবু তৈয়ব, এশিয়া ইলেকট্রনিকসের চেয়ারম্যান এম এ সালাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, স্থপতি বিধান বড়ুয়া, শিল্পী আবুল মনসুর, কে এম এ কাইয়ুম, ভাস্কর অলক রায়, অধ্যাপক ভূঁইয়া ইকবাল ও গোলাম মুস্তাফা, স্থপতি জেরিনা হোসেন, প্রকৌশলী আলী আশরাফ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, শীলা মোমেন, আনোয়ারা আলম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কর্মকর্তা রেহানা আলম খান, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, আইভি হাসান, সুলতানা নূরজাহান, জোবাইদা আশরাফ, মোহাচ্ছেনা কোরাইশী, লুৎফা সানজিদা। শিল্পী-নাট্যকর্মী শান্তনু বিশ্বাস, আকবর রেজা, সুব্রত বড়ুয়া, প্রমা অবন্তী, কবি খালিদ আহসান, এজাজ ইউসুফী, আকতার হোসাইন, জিন্নাহ চৌধুরী, অরিন, রাশেদ হাসান, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মোহাম্মদ আমানুর রহমান খান প্রমুখ। সংবাদপত্র এজেন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসহাক, আবদুল মালেক ও আল হারুন। চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাবেক নেতা মুনির আহমেদ।

No comments

Powered by Blogger.