অগ্নিকাণ্ডে দুটি ঝুটের গুদামসহ ৫০টি ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জে গতকাল বুধবার আগুনে দুটি ঝুটের গুদামসহ অর্ধশতাধিক বসতঘর পুুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের চাঁদমারী বস্তি এলাকায় ছোট-বড় মিলিয়ে শতাধিক ঘর রয়েছে। এসব ঘরে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বসবাস করে।


বেলা সাড়ে ১১টার দিকে ইদু মিয়া নামের এক ব্যক্তির ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আলমগীর মিয়া, খলিল হোসেন, আজমল মিয়া, মনির মিয়ার দুটি ঝুটের গুদামসহ অর্ধশতাধিক বসতঘর পুড়ে যায়। বেশির ভাগ ঘর তালাবদ্ধ থাকায় কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
আলমগীর, খলিল, আজমল ও মনিরের দাবি, তাঁদের গুদামে প্রায় ৩০ লাখ টাকার ঝুট (কাটা কাপড়) মজুদ রাখা হয়েছিল।
খবর পেয়ে শহরের মণ্ডলাপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, রান্নাঘরের চুলা অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

No comments

Powered by Blogger.