রেইনকোট পেলেন আরও ২৪২ জন বিক্রয়কর্মী

সারা দেশে প্রথম আলোর উদ্যোগে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার রেইনকোট পেলেন ২৪২ জন বিক্রয়কর্মী। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:


যশোর: গতকাল সকালে যশোর সদর, বেনাপোল ও মনিরামপুর উপজেলার ১৭১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, সার্কুলেশন নির্বাহী গৌতম মণ্ডল, আঞ্চলিক বিক্রয় নির্বাহী আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা: গতকাল সাতক্ষীরা সদরের ৩২ জন ও কলারোয়া উপজেলার ১৪ জন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সংবাদপত্র বিক্রয় প্রতিনিধি (এজেন্ট) নূর ইসলাম, কলারোয়া উপজেলার এজেন্ট মনিরুল ইসলাম, প্রথম আলোর খুলনা অঞ্চলের বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার নয়জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে দেওয়া হলো রেইনকোট। গতকাল দুপুরে গলাচিপা পৌরসভার সাগর নিউজ এজেন্সির সামনে এসব রেইনকোট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এজেন্ট শংকর লাল দাশ, প্রথম আলোর বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেন।
নরসিংদী: গতকাল সকালে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১২ বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। সদর উপজেলার ভেলানগর মাইক্রোবাস স্ট্যান্ড ও রায়পুরা উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এসব রেইনকোট বিতরণ করা হয়। প্রথম আলোর বিপণন বিভাগের আঞ্চলিক নির্বাহী মো. আমিনুল ইসলাম বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রতিনিধি মো. মনিরুজ্জামান, এজেন্ট মো. শরীয়তউল্লাহ ও বিশ্বনাথ সাহা।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চারজন বিক্রয়কর্মীকে গতকাল দুপুরে রেইনকোট দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের নকিব বুক অ্যান্ড পত্রিকা বিতান কেন্দ্রে বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সিলেট অঞ্চলের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক পিনাক রঞ্জন তালুকদার, জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, নকিব বুক অ্যান্ড পত্রিকা বিতান কেন্দ্রের মালিক রিয়াজ রহমান, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

No comments

Powered by Blogger.