স্টার প্রোফাইল- সবার ওপরে ভিক্টোরিয়া আজারেঙ্কা

জিততে ভালবাসেন তিনি। চান শুধু ‘ভিক্টরি’। এজন্যই কি তাঁর নামের মধ্যে রয়েছে ‘ভিক্টেরিয়া’? ছোটবেলায় টেনিসের প্রতি আগ্রহ দেখে মা-বাবা তাঁকে এ খেলাটি খেলতে বাধা দেননি, বরং যুগিয়েছেন উৎসাহ। সে উৎসাহ নিয়েই এখন টেনিস কোর্ট মাতিয়ে যাচ্ছেন ২১ বছর বয়সী অনিন্দ্যসুন্দরী বেলারুশিয়ান টেনিসকন্যা ভিক্টোরিয়া আজারেঙ্কা।


সর্বশেষ ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হারলেও ধরে রেখেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি। আগামী দিনগুলোতে র‌্যাকেট হাতে সফল হয়ে শীর্ষস্থানটি অক্ষুণœ রাখবেন, এটাই তাঁর অগুণিত ভক্ত-সমর্থক-অনুরাগীর নিগূঢ় প্রত্যাশা।

এক নজরে ভিক্টোরিয়া আজারেঙ্কা
মা : এলস্না, বাবা : ফেদর, ভাই : ম্যাক্স টেনিসে হাতেখড়ি : ৭ বছর বয়সে, ডাকনাম : ভিকা, এ্যাজি, জন্মস্থান : মিনস্ক (সাবেক সোভিয়েত ইউনিয়ন), দেশ : বেলারুশ, বর্তমান নিবাস : স্টসড্যাল, এ্যারিজোনা, যুক্তরাষ্ট্র, জন্মতারিখ : ৩১ জুলাই, ১৯৮৯, উচ্চতা : ৫ ফুট ১১ ইঞ্চি, পেশাদার টেনিসে প্রবেশ : ২০০৩ সালে, খেলার ধরন : ডান হাতি (দু’হাতে ব্যাকহ্যান্ড), টেনিস খেলে আয় : ১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ২৭ ডলার, একক ক্যারিয়ার জয় : ৩৩৩, হার : ১৩০; ক্যারিয়ার টাইটেল : ডব্লিউটিএ ১২টি, আইটিএফ ১টি, বর্তমান র‌্যাঙ্ক : ১, গ্র্যান্ডসø্যাম জয় : ২০১২ সালে অস্ট্রেলিয়ান ওপেন, দ্বৈতের পরিসংখ্যান : জয় ১৩৫, হার ৫১ ম্যাচে, গ্র্যান্ডসø্যাম জয় : এখনও নেই, ক্যারিয়ার টাইটেল : ডব্লিউটিএ ৬টি, আইটিএফ ৩টি, বর্তমান র‌্যাঙ্ক : ১১৩, অলিম্পিকে সাফল্য : ২০১২ সালে মিশ্র দ্বৈতে স্বর্ণপদক, কোচ : এ্যান্টোনিও ভ্যান গ্রিচেন, প্রিয় শট : ব্যাকহ্যান্ড (হার্ডকোর্টে), ভাষা দক্ষতা : বেলারুশিয়ান, ইংরেজী ও রুশ, প্রিয় সঙ্গীত : হিপ-হপ, র‌্যাপ, আর এ্যান্ড বি, শখ : বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া ও বই পড়া, প্রিয় শহর : মিনস্ক, অনুপ্রেরণা : রজার ফেদেরার, স্পন্সর : পাওয়ার ব্যালেন্স, টুর্না গ্রিপ, হেড ও নাইকি, সমালোচিত : কোর্টে উচ্চমাত্রায় শব্দ করা, ভবিষ্যত লক্ষ্য : আরও গ্র্যান্ডসø্যাম ট্রফি জয় এবং র‌্যাাঙ্কিংসেরার আসন ধরে রাখা।

গ্রন্থনা : সায়মা শারমীন

No comments

Powered by Blogger.