রিপু by নাজিম শাহরীয়ার

মাঝে মাঝে ক্রোধ হয়,
একটিকে শাসিয়ে রাখলে
অন্য পাঁচটি আসে তেড়ে,
পাঁচটিকে আবার শ্বাসরোধ করলে
গোপনে বাকিটির তৃষ্ণ লক্লকে অনল!

সত্যের সড়কে নিয়ে যায় প্রজ্ঞার আলোক।
পিতামহের সেইপথে হালফিল বিচিত্র ভবন, হায়!

জীবনের জটিল রহস্য উন্মোচন করে
কোন দিকে ধাবমান তুমি, মানুষ?
ক্ষমতা কি দেয় কোনো সাফল্য-সম্মান অথবা অমরত্ম?
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্যেভরা জীবন
কল্যাণের কোকিল ডাকে না কখনো,
হিংসার করাতে নিরন্তর কাটা পড়ে বোধের দ্রুম।
শান্তির লক্ষ্যে তাই রিপুর সংহার চাই।

কোন দিকে ধাবমান তুমি, মানুষ?

No comments

Powered by Blogger.