নতুন করে সহিংসতা-রাখাইন রাজ্যের আরেকটি এলাকায় কারফিউ জারি

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরেকটি এলাকায় গত বুধবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। কিয়াওকতাওয়ে গত রবিবার থেকে নতুন করে জাতিগত দাঙ্গা শুরু হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।


এ নিয়ে রাজ্যের সাতটি এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করল প্রশাসন।
গত জুনে বাংলাদেশ সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্যে সংখ্যালঘু বৌদ্ধধর্মাবলম্বী রাখাইনদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ব্যাপক দাঙ্গা বাধে। এতে অন্তত ৭৭ জন নিহত হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায়। তখন থেকে রাজ্যটিতে জরুরি অবস্থা বলবৎ রয়েছে। এর মধ্যে ছয়টি এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি আছে। বুধবার কিয়াওকতাওয়ে জারি করা হলো।
রাজ্যের রাজধানী সিতাউয়ে থেকে ১২৮ কিলোমিটার দূরে কিয়াওকতাওয়ে রবিবার নতুন করে দাঙ্গা শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে সাতজন মারা গেছে। বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত টমাস ওজিয়া কুইনটানা রাজ্যটিতে গত শনিবার তাঁর ছয় দিনের সফর শেষ করেন। দাঙ্গার কারণ অনুসন্ধানে তিনি স্বাধীন তদন্তের আহ্বান জানান। তবে মিয়ানমার সরকার তা প্রত্যাখ্যান করেছে। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.