যুক্তরাজ্যে উচ্চশিক্ষা-ভর্তির আবেদন কমেছে ৯ শতাংশ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ৮.৯ শতাংশ কমেছে। সে অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া শরৎকালীন সেশনে আবেদন করা ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৫০ হাজার কমেছে। উচ্চশিক্ষায় টিউশন ফি তিন গুণ পর্যন্ত বাড়ানোর পর এ চিত্র পাওয়া যাচ্ছে।


প্রতিবছর সর্বোচ্চ ৯ হাজার পাউন্ড পর্যন্ত টিউশন বাড়িয়েছে সরকার। শরৎকালীন সেশন থেকে তা কার্যকর হবে। গত বছর একই সেশনে ভর্তির আবেদন করা শিক্ষার্থীর সংখ্যার তুলনায় তা কমার এ তথ্য দিয়েছে ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিশনস সার্ভিস (ইউসিএএস)। তবে বিশ্ববিদ্যালয়বিষয়ক মন্ত্রী ডেভিড উইলেটস বলেছেন, আবেদনের সংখ্যা বিচারে 'এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা'। আরো হাজারো শিক্ষার্থী আবেদন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর অংশ হিসেবে যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য কঠোর সাক্ষাৎকারের ব্যবস্থা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। গতকাল সোমবার এ ব্যাপারে সরকারি ঘোষণা আসার কথা ছিল। নতুন এ ব্যবস্থায় সীমান্তরক্ষী কর্মকর্তাদেরও বিদেশি শিক্ষার্থীদের দেশে প্রবেশে বাধাদানের ক্ষমতা দেওয়া হচ্ছে। সন্দেহজনক মনে করলে যেকোনো বিদেশি ছাত্রকে প্রত্যাখ্যান করতে পারবেন তাঁরা। ইউসিএএসের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের অভ্যন্তর ও বাইরের_উভয় ক্ষেত্রেই আবেদনের পরিমাণ ৭.৭ শতাংশ কমেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে আবেদনের পরিমাণ কমেছে প্রায় ১৩ শতাংশ। তবে ইইউয়ের বাইরে অন্যান্য দেশ থেকে আবেদনের পরিমাণ বেড়েছে সাড়ে ৮ শতাংশ। সূত্র : বিবিসি, ইনডিপেনডেন্ট, ডেইলি এক্সপ্রেস।

No comments

Powered by Blogger.