লিবিয়ায় নির্বাচন-প্রাথমিক ফলে জিবরিলের এনএফএ জোট এগিয়ে

লিবিয়ার পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে মাহমুদ জিবরিল নেতৃত্বাধীন ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স (এনএফএ) এগিয়ে রয়েছে। তবে নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর জয়ের ব্যাপারে ইতিবাচক ধারণা করা হচ্ছিল। গত সোমবার নির্বাচনের আংশিক ফল প্রকাশ করা হয়েছে।


তবে বিদ্রোহীদের নেতৃত্বাধীন অন্তর্বর্তী জাতীয় পরিষদের (এনটিসি) সাবেক প্রধানমন্ত্রী জিবরিল তাঁর বহুদলীয় জোট এনএফএকে ধর্মনিরপেক্ষ বা উদারপন্থী কোনোটাই বলতে রাজি নন। তাঁদের জোটের দৃষ্টিভঙ্গি ইসলামী শরীয়া প্রভাবিত বলেও তাঁর দাবি। গত ছয় দশকের মধ্যে গত শনিবার প্রথমবারের মতো নির্বাচন হয়েছে লিবিয়ায়। এ নির্বাচনকে চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুতির পর গণতন্ত্রের পথে জোরালো পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে গঠিত জাতীয় পরিষদের মূল কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও খসড়া সংবিধান প্রণয়ন। নির্বাচন চলাকালে সহিংসতায় দুই ব্যক্তি নিহত হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ বলে মত দিয়েছেন। রাজধানী ত্রিপোলির উপকণ্ঠে জানজৌর এবং পশ্চিমাঞ্চলীয় শহর জি্লতান, মিসারাতা, তারহৌনা ও খমসের তিন-চতুর্থাশেরও বেশি ভোট গণনা শেষ হয়েছে। তাতে এনএফএ বড় জয়ের পথে রয়েছে। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.