চলচ্চিত্র শিল্পের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তথ্যমন্ত্রীর আশ্বাস

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্র শিল্পের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করার আশ্বাস প্রদান করেছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়মিতকরণ, পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি, সরকারি অনুদানে নির্মিত ছবির সংখ্যা বৃদ্ধি সর্বোপরি চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নের জন্য ৫৯ কোটি ২৮ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যা সমগ্র চলচ্চিত্র শিল্পের জন্য সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, চলচ্চিত্র নির্মাণের জন্য যাতে ব্যাংক  থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যায় সে উদ্যোগও সরকার গ্রহণ করবে। তিনি যৌথ প্রযোজনার ছবি নির্মাণের ওপর গুরুত্বারোপ করে বলেন, যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ হলে আমাদের দেশের শিল্পীরা বিদেশে পরিচিত এবং জনপ্রিয় হতে পারবেন এবং বিদেশের শিল্পীরাও আমাদের দেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের আনন্দ দিতে পারবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও চ্যানেল আই’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘কিউট চ্যানেল আই’ চলচ্চিত্র মেলা ২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুভাষ দত্ত, নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, শাকিব খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.