বিরামহীন মোশাররফ করিম

স্টাফ রিপোর্টার: বিরামহীন ব্যস্ততায় পথ চলছেন মোশাররফ করিম। আর এ ব্যস্ততা নাটক ও চলচ্চিত্রে অভিনয়ে। বর্তমানে তিনি একটি নাটকে অভিনয় করছেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা একজন যুবকের চরিত্রে। নাটকের নাম ‘নো টু ডার্টি লাভ’। ইস্রাফিল বাবুর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন জহিরুল ইসলাম পলাশ ও শাহজাহান সোহাগ। মোশাররফ করিম বলেন, নাটকের গল্পটি অনেক সুন্দর। মানসিক ভারসাম্যহীন পরিস্থিতিতেও আমার মধ্যে একটি প্রেম বোধ কাজ করে। নাটকে আমি প্রায়ই অন্য প্রেমিক প্রেমিকাদের পরামর্শ দেই যে, সত্যিকারের ভালবাসাকে হ্যাঁ এবং মিথ্যা ভালবাসাকে না বলুন। ১৯৯০ সালের এ মঞ্চকর্মী এভাবেই কোন না কোন একক নাটক, বিজ্ঞাপন ও ধারাবাহিক নাটকে অভিনয়ে এখন বেশ ব্যস্ত। মোশররফ করিম বলেন, ব্যস্ততা আমার সবসময়েই ছিল। আমি ব্যস্ততাই পছন্দ করি। নাট্যদল নাট্যকেন্দ্রে যোগ দেয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চনাটকে বেশি ব্যস্ত হয়ে যাই। নিয়মিত মহড়া আর প্রদর্শনীর মাঝেই এ ব্যস্ততা চলে। এরপর নাট্যকেন্দ্র থেকেই একে একে ‘বিচ্ছু’, ‘তুঘলক’, ‘সুখ’, ‘কুছিবল’, ‘প্রতিসরণ’ এবং সর্বশেষ ‘আরজচরিতামৃত’ নাটকে অভিনয় করি। মোশাররফ করিম তার মঞ্চ ব্যস্ততা থেকে আরও বেশি ব্যস্ততার জন্য নব্বই দশকের শেষ দিকে এসে টেলিভিশন নাটকে অভিনয় করতে শুরু করেন। ২০০৫ সালে ‘ক্যারাম’ নাটকে অভিনয় করে তিনি লাইমলাইটে চলে আসেন। তারপরই ‘সাকিন সারিসুরি’, ‘মাইক’, ‘এইম ইন লাইফ’, ‘জামাই মেলা’, ‘হাউজফুল’, ‘ফিফটি ফিফটি’, ‘চাঁদের নিজের কোন আলো নেই’ নামে বেশক’টি জনপ্রিয় ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেন তিনি। বর্তমানে তার অভিনীত নাটক ‘লংমার্চ’ এবং ‘হাড়কিপটে’ প্রচার হচ্ছে। একই সঙ্গে চলছে তার চলচ্চিত্রে অভিনয়। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং মোহাম্মদ মুস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে তার জনপ্রিয়তা বেশ লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকতায় এখন চলছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রের শুটিং। বিজ্ঞাপন ও অনুষ্ঠান উপস্থাপনাতেও হঠাৎ করেই দর্শক সম্মুখে আসেন এ অভিনেতা। মোশররফ করিম বলেন, আসলে সবই দর্শকের জন্য। তাদের ভাললাগার মতো করেই নিজেকে বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করি। আর এ ধারাবাহিক ব্যস্ততায় মৃত্যুর আগ পর্যন্ত থাকবো বলে আমার বিশ্বাস।

No comments

Powered by Blogger.