শিশু চুরির অভিযোগ এক নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: শিশু চুরির অভিযোগে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মর্জিনা আক্তার (৪০)। তিন মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মর্জিনা যে শিশুটিকে চুরি করে পালিয়ে যাচ্ছিল তার নাম তামিম। তাকে উদ্ধার করে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক আবুল হাশেম খান জানান, তামিমের মা সাজেদা বেগম শরিয়তপুর থেকে এসে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হন। মর্জিনা দুপুরের দিকে কৌশলে   তামিমকে কোলে নিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর সাজেদা তার সন্তানকে পাশে না পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের সবাই তাকে (তামিমকে) খুঁজতে শুরু করে। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা মর্জিনাকে বাবুবাজার এলাকা থেকে আটক করে। তামিমকেও তার সঙ্গে পাওয়া যায়। কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দীন খান জানিয়েছেন, মিটফোর্ড থেকে এর আগেও শিশু চুরির ঘটনা ঘটেছে। গ্রেপ্তাকৃত মর্জিনা সংঘবদ্ধ চক্রের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

No comments

Powered by Blogger.