সিলেটে ইউপি চেয়ারম্যানদের আলটিমেটাম, শাবিতে শিবিরের ধর্মঘট প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

সিলেট অফিস: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনার ইন্ধনদাতা সন্দেহে সিলেটের  পৃষ্ঠা ২০ কলাম ১
 সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা জালাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকালে সিলেট নগরীর জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর আবদুল লতিফ বাদী হয়ে পুলিশকে মারধরের অভিযোগে একটি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নাঈম হাসান ও মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে জালালাবাদ থানায় আরও দু’টি মামলা দায়ের করা হয়। ৩টি মামলায় নাশকতা সৃষ্টির সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে আজকের শিবিরের ডাকা ছাত্রধর্মঘট যে কোনমূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে শাবি শাখা ছাত্রলীগ। অপরদিকে জালাল আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চেয়ারম্যানরা। আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় গতকাল মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ আলটিমেটাম দেয়। শিবিরমুক্ত ক্যাম্পাস বর্তমানে ছাত্রলীগের পুরো নিয়ন্ত্রণে রয়েছে। শিবির ক্যাডাররা ছাত্রধর্মঘট ডাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস চালকদের বাস না চালানোর জন্য হুমকি দিয়েছে- উল্লেখ করে গতকাল বাস চালকরা নিরাপত্তা চেয়ে লিখিতভাবে শাবি প্রশাসনকে একটি চিঠি দিয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে শাবি বিএনপি-জামায়াত শিক্ষকরা গতকাল সন্ধ্যায় ভিসি কার্যলয়ে দেখা করে আজকের ক্লাস পরীক্ষা বন্ধের সুপারিশ করেছে বলে বিএনপি-জামায়াত শিক্ষক প্যানেলের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী জানান। এছাড়া গতকাল বিকাল সাড়ে ৩টায় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ যুদ্ধাপারীদের বিচারে যারা বাধাগ্রস্তকারীদের বাংলাদেশ আওয়ামী লীগ শক্ত হাতে দমন করবে বলে শাবি ভিসির সঙ্গে দেখা করে ওই মন্তব্য করেন। এ সময় শাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিলে শিবিরের  হামলার নিন্দা জানান। বুধবার ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর শিবির কর্মীরা হল ও ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায়। এর পর শিবির ক্যাম্পাসে ঢোকার অংশ হিসেবে আজ ছাত্র ধর্মঘট ডেকেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নাঈম হাসান জানান, ক্যাম্পাস শান্ত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হবার কোন কারণ নেই। শিবিরমুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ ঊৎসব করবে। শিবিরের অপতৎপরতা সম্পর্কে শাবি ছাত্রলীগের আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন জানান, শাবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে শাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা বদ্ধপরিকর।  শাবি শিবির সভাপতি মোজাহিদ রুমি জানান, ধর্মঘট বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করে মেধাহীন ছাত্র রজানীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে শাবি শাখা ছাত্রশিবির বদ্ধপরিকর। সিলেটের জালালাবাদ থানার ওসি সেলিম আহমেদ মানবজমিনকে জানান, ইউপি চেয়ারম্যান জালালকে গ্রেপ্তার করে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। এদিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা দায়রা জজ কর্তৃক আহূত জাতীয় আইনগত সহায়তা সংস্থার এক কর্মশালা থেকে বের হওয়ার পথে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চেয়ারম্যানরা। গতকাল আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এ আলটিমেটাম দেন। এ সময় তারা বলেন, সভাস্থল থেকে ফোন করে ডেকে নিয়ে জেলা পরিষদের প্রধান ফটক থেকে জালাল আহমদকে সাদা পোশাকের পুলিশ কর্তৃক অন্যায়ভাবে  গ্রেপ্তারের ঘটনা অমানবিক ও আইনবহির্ভূত। সিলেট জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ রকম একটি কর্মশালা থেকে একজন জনপ্রতিনিধিকে গ্রেপ্তারের ঘটনা কোনভাবে মেনে নেয়া যায় না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে জালাল আহমদকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সিলেট জেলা ও বিভাগীয় কমিটি কলম বিরতি সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সিলেট জেলা সভাপতি ও কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ২ নং খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টুকের বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম, লালাবাজার ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সোলায়মান আহসান, গোলাপগঞ্জ বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ৬ নং বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, বাঘা ইউপি চেয়ারম্যান কবির আহমদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া, কানাইঘাট পূর্ব দীঘির পার ইউপি চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী, গোয়াইনঘাট আলীরগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, বিশ্বনাথ ৪ নং রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, আলী নগর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, কানাইঘাট জিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডা. মানিক মিয়া, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, হাটখোলা ইউপি চেয়ারম্যান হাজী জমির উদ্দিন প্রমুখ।

No comments

Powered by Blogger.