ডুবোচরে জাহাজের ধাক্কা, নিহত ৩

মানবজমিন ডেস্ক: ইতালির সমুদ্রবন্দর থেকে ৪ হাজারেরও বেশি আরোহী নিয়ে রওনা হওয়ার পর কোস্টা কনকর্ডিয়া নামের একটি জাহাজ সমুদ্রের ডুবোচরে ধাক্কা খেয়ে প্রায় ডুবে গেছে। জাহাজটি ডুবোচরে আঘাত হানার পর প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে পাশের দ্বীপে ওঠার চেষ্টা করেন অনেক আরোহী। এ সময় তাদের মধ্যে টাইটানিক ডুবে যাওয়ার কথা মনে পড়ে। ফলে তাড়াহুড়ো করে তারা দ্বীপে আশ্রয় নিতে গিয়ে কমপক্ষে ৩ জন প্রাণ হারান। শুক্রবার সন্ধ্যার দিকে জাহাজটি আসোলা দেল গিগলিও দ্বীপের কাছে একটি ডুবোচরে আঘাত হানে। এতে জাহাজটি প্রায় ২০ ডিগ্রি কাত হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন অনেকে। অনেকে লাইফবোট নিয়ে সমুদ্রে নেমে পড়ার চেষ্টা করেন। সাঁতরে পাশের দ্বীপে ওঠার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান কয়েকজন। অনলাইন বিবিসি জানিয়েছে, জাহাজটিতে ক্রুসহ মোট ৪ হাজারেরও বেশি যাত্রী ছিলেন। রোমের কাছে একটি বন্দর থেকে শুক্রবার সকালে ইতালির ১ হাজার, জার্মানির ৫শ’ ও ফ্রান্সের ১৬০ জন যাত্রী নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে। মোট ৩ হাজার ২শ’ যাত্রীর মধ্যে ইতালি, জার্মানি, ফ্রান্স ও বৃটেনের নাগরিকও ছিলেন। নাবিকসহ মোট ক্রু ছিল ১ হাজার। ওদিকে প্রতিকূল পরিস্থিতিতে জাহাজে আটকে পড়া অবশিষ্ট ৫০ যাত্রীকে উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়।

No comments

Powered by Blogger.