আলোচনায় বসতে হোয়াটমোর লাহোরে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর এখন লাহোরে। পাকিস্তানের হেড কোচের পদে এ অসি কোচের সম্ভাবনা উজ্জ্বল। গতকাল লাহোরে পৌঁছেই পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে চলে যান শ্রীলঙ্কার হয়ে বিশ্বজয়ী এ কোচ। এখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে হোয়াটমোর ও পিসিবি’র এ সংক্রান্ত কমিটির আলোচনায় বসার কথা। হোয়াটমোর দেখা করবেন পিসিবি’র নতুন  প্রেসিডেন্ট জাকা আশরাফের সঙ্গেও। ধারণা করা হচ্ছে আরব আমিরাতে আসন্ন ইংল্যান্ড সিরিজের পর হোয়াটমোরকে দায়িত্ব তুলে দিতে পারে পিসিবি। ওয়াকার ইউনুস দায়িত্ব ছেড়ে দিলে বর্তমানে পাক কোচের অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন প্রধান নির্বাচক মহসিন খান। পূর্ণ মেয়াদে এ দায়িত্ব পেতে আবেদন করে রাখলেও মহসিনের সম্ভাবনা কম মনে করছে পাকিস্তানের মিডিয়া। পাকিস্তানের এবারের হেড কোচ একই সঙ্গে দলের ব্যাটিং কোচের দায়িত্বও সামলাবেন। বোলিং কোচ চূড়ান্ত না করে ইংল্যান্ড সিরিজ পর্যন্ত সাবেক তারকা আকিব জাভেদকে দায়িত্ব দিয়েছে পিসিবি। আর ফিল্ডিং কোচের পদে বর্তমানে দায়িত্বে থাকা ইজাজ আহমেদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেন।

No comments

Powered by Blogger.