সারাদেশে সিএনজি ব্যবসা গুটিয়ে নেয়ার হুমকি

স্টাফ রিপোর্টার: আলোচনা ছাড়া একতরফাভাবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হলে সারাদেশে ব্যবসা গুটিয়ে নেয়ার হুমকি দিয়েছে সিএনজি সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতিগুলো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে গতকাল এ হুমকি দেন তারা    পৃষ্ঠা ১৭ কলাম ৩
। সিএনজিসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান সরকারের আমলে সিএনজির দাম বাড়ানো হয়েছে শতকরা ৭০ ভাগ। এরপর আরেক দফা সিএনজির দাম বাড়ানো হলে তাদের পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়বে। এ অবস্থায় কোন ধরনের আলোচনা ছাড়া সরকার এককভাবে সিএনজির দাম বাড়ালো আমরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবো। দফায় দফায় সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। যৌথ সংবাদ সম্মেলনে এসোসিয়েশন অব বাস কোম্পানিজ, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ, ট্যাক্সিক্যাব এসোসিয়েশন অব বাংলাদেশ, ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা ওনার্স এসোসিয়েশন, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনগুলোর পক্ষে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম চৌধুরী দিপু লিখিত বক্তব্যে বলেন, সরকার অযৌক্তিকভাবে সিএনজির দাম বাড়াচ্ছে। দাম বাড়ানোর মাধ্যমে এ খাতটিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সরকার রাতের আঁধারে গ্যাসের দাম বাড়িয়ে সম্পূর্ণ খেয়াল-খুশিমতো পরিবহন খাতে অব্যবস্থাপনা তৈরি করছে। এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার সিএনজি সেক্টরে জড়িতদের সঙ্গে কোনরকম আলোচনা না করে  দাম বাড়ালে সারা দেশে সিএনজি এসোসিয়েশনেগুলো তাদের ব্যবসা গুটিয়ে নেবে।

No comments

Powered by Blogger.